নির্বাচন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মে, ২০১৪, ১১:৩৫:০৭ সকাল
রাতে হবে ব্যালটে সিল
দিনে হবে ভোট,
সন্ধ্যা বেলায় রেজাল্ট শীটে
গভর্ণমেন্টের জোট।
সকাল বেলা ধাওয়া হবে
থাকবে পুলিশ চুপ,
দুপুর বেলা খাওয়া হবে
চিকেন চিকেন স্যুপ।
বিকাল বেলা চা হবে
চুবিয়ে খাবে টোষ্ট
বাদ প্রতিবাদ করলে কেউ
তক্তা পেটা রোষ্ট।
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন