তৃবিত্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৪, ০১:০৪:২৪ দুপুর
গরীবের ভাত নাই
কুকুরে পায় ভাগ
গরীবের অহংকার নাই
নেই হত বাক।
ধনীর সব আছে
চাই আরো আরো
ধনীর অভাব আছে
আছে অহংকার ও।
মধ্যবিত্তের সব আছে
আবার কিছুই নাই
স্বপ্নটা তোলা আছে
উকি দিযে যায়।
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন