# মে দিবস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৪, ০৭:২১:২০ সন্ধ্যা
বাবুরা আজ গাইবে শুধু
মে দিবসের গান
মিষ্টি কথায় ভুলিয়ে দেবে
জুড়িয়ে যাবে প্রাণ।
বাবুরা আজ আমাদের দলে
সাম্য বাদের ঝান্ডা
সূর্যটা একটু হেলে গেলে
হযে যাবে ঠান্ডা।
কাল থেকে শুরু আবার
শ্রমিক ঠকাও নীতি
বাবুরা আবার বদলে যাবে
থাকবেনা প্রেম প্রীতি।
তবুও আমরা স্বপ্ন দেখি
দেখেই যেতে চাই
আমাদের তাই শ্লোগান আজকের
মালিক শ্রমিক ভাই।
বিষয়: বিবিধ
৭৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব দলেতেই আছে৷
সুযোগ বুঝেই ছাতি খাটায়
সন্মুখে আর পাছে৷৷
মঞ্ছে উঠে মধুর বচন,
'শ্রমিক আমার ভাই',
খুন্তি পোড়ার ছ্যাঁকা দিতে
ওদের জুড়ি নাই৷
শ্রমিক বন্ধু শ্রমিক হবে
ওরা হবেনা!
ওদের বন্ধু তারাই যারা
ওদের ঘরাণা৷
বলেছেন জব্বর
দারুণ মেরেছেন গালে আমার
দারুণ থাপ্পর
মন্তব্য করতে লগইন করুন