# মে দিবস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৪, ০৭:২১:২০ সন্ধ্যা

বাবুরা আজ গাইবে শুধু

মে দিবসের গান

মিষ্টি কথায় ভুলিয়ে দেবে

জুড়িয়ে যাবে প্রাণ।

বাবুরা আজ আমাদের দলে

সাম্য বাদের ঝান্ডা

সূর্যটা একটু হেলে গেলে

হযে যাবে ঠান্ডা।

কাল থেকে শুরু আবার

শ্রমিক ঠকাও নীতি

বাবুরা আবার বদলে যাবে

থাকবেনা প্রেম প্রীতি।

তবুও আমরা স্বপ্ন দেখি

দেখেই যেতে চাই

আমাদের তাই শ্লোগান আজকের

মালিক শ্রমিক ভাই।

বিষয়: বিবিধ

৭৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216141
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : বাবুরা ভাই তাসের যোকার,
সব দলেতেই আছে৷
সুযোগ বুঝেই ছাতি খাটায়
সন্মুখে আর পাছে৷৷
মঞ্ছে উঠে মধুর বচন,
'শ্রমিক আমার ভাই',
খুন্তি পোড়ার ছ্যাঁকা দিতে
ওদের জুড়ি নাই৷
শ্রমিক বন্ধু শ্রমিক হবে
ওরা হবেনা!
ওদের বন্ধু তারাই যারা
ওদের ঘরাণা৷
০১ মে ২০১৪ রাত ০৮:৪৩
164352
বাকপ্রবাস লিখেছেন : দারুণ ভাইযান দারুন বলেছেন
বলেছেন জব্বর
দারুণ মেরেছেন গালে আমার
দারুণ থাপ্পর
216143
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
০১ মে ২০১৪ রাত ০৮:৪৩
164353
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ দোয়া করবেন
216290
০১ মে ২০১৪ রাত ১১:১১
বৃত্তের বাইরে লিখেছেন : এই দিবসের আলোচনা শুধু একদিন। বক্তৃতায়, লেখালেখিতে। দিবস নিয়ে বলে লাভ নেই। কবিতা ভাল লাগলো
০২ মে ২০১৪ রাত ০২:৪৪
164456
বাকপ্রবাস লিখেছেন : হুম...............Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File