গতকালের যত লিখা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৪, ০২:৫১:০৩ দুপুর

বইটার চিপাচাপায় এই অধমের একটা ছড়া/কবিতা ঢুকে গেছে, কারো ভাল লাগলে সংগ্রহ করতে পারেন..............



লিমেরিক


দুইটা কাক করছিল কাক আক

পাশাপাশি বসেছিল দুই ইঞ্চি ফাক

গেল শিলা চলে

প্রেম পিরিতি ঠেলে

চৌরাস্তার মোড়ে রিকশা নিল বাক।

# আই লাভ ইউ


তোমায় আমি কেমন ভালবাসি

দেখতে যদি চাও

বুকের মাঝে কুড়াল মেরে

হৃদপিন্ড টা নাও।

শুনতে কি পাও কিছু?

ডাকছে থেকে থেকে

আল্লাহ তুমি সবার চাইতে

প্রিয় আমার কাছে।

কমেন্ট থেকে কাব্য

এইডা কি হইল?!!!


কাটিনি নখ আর

তোমায় খামচে দেব বলে।

মাজিনি দাত আর

তোমায় কামড়ে দেব বলে।

বলিনি লাভ ইউ

তোমায় ছেড়ে যাব বলে।

বুঝিনি কি বুঝে

আমার পিছু ঘুরতে গেলে।

কমেন্ট থেকে কবিতা

# অপেক্ষা


উচাটনে মজিয়া পেলামনা খুজিঁয়া

আমি পথ হারা

পরান ফাড়িয়া ইতড়াইয়া বিতড়াইয়া

নাই তুমি ছাড়া।

যেদিকে তাকাই দেখি একটাই

তুমি তুমি তুমি

তোমাকে একবার পাবার চেষ্টায়

কবিতা লিখি আমি।

বোঝাতে তবু পারিনা আমি

আমার মন বেদনা

একটু যদি বুঝতে তুমি

ছেড়ে আমায় যেতেনা।

গেছো যখন যাও তবে

বাঁধা দেবনা আর

ফিরে তবে আসবে কবে

খোলা রইল দার।

লিমেরিক


সময় তো এখনই গুম গুম খেলা

জনতা বসে আছে মুখে নিয়ে কলা

ক্যামরা ক্লিক ক্লিক

শিরোনাম ঠিক ঠিক

নাটকের শিরোনাম বউ পাগল শালা

প্রশ্ন


আমগো মুরগী বাচ্চা ফুটালো আজ

চিউক চিউক চিক্কুর মারে বাচ্চার নাই কাজ

মুরগী বলে কি হলো ধন চিল্লাও ক্যা এতো

বাচ্চা বলে আম্মুজান আব্বু কেঠা কওতো?

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215397
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ধ্যাত... দাত না মেজে কামড় দিলে গন্ধ বের হবে... ওয়াক .... ওয়াক.....
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৭
163673
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Surprised Surprised Crying Crying
আকাশ থেকে পড়ল এক মস্ত হারিকেন
আলো দেয়না কালো দেয়
বুঝলামনা কেন?
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
163677
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উমামা কেমন আছে?Love Struck
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
163685
বাকপ্রবাস লিখেছেন : উমামা তার আম্মুকে বলে

আম্মু আব্বুর সাথে কথা আছে, আমার খেলনা লাগবে অনেকগুলো, পুতুল লাগবে ইত্যাদি

আমি কইলাম বোকা মেয়ে, নানার কথা বাবাকে কইতে নাই
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
163688
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
215398
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
163674
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন আপু
215400
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বাহ মজার তো ছড়া গুলো। ভালো লাগলো পড়ে।ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
163675
বাকপ্রবাস লিখেছেন : আপু ধন্যবাদ জানবেন,
উমামার মা যাইতে চায় জেদ্দায়
ভিসার খবর নাই
সেই কবে করেছে এপ্লাই
হবে হবে করে হচ্ছেনাতো তাই
আমিও অপেক্ষায়
১১ মে ২০১৪ দুপুর ০৩:২৩
167896
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আসা কনফার্ম হলে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ফেসবুকে ম্যসেজ দিলে হবে।
১১ মে ২০১৪ বিকাল ০৪:২৯
167924
বাকপ্রবাস লিখেছেন : আপা দোয়া করবেন, জিলাপির পেচ লাগছে কপালে, ওরা ভিসা পেয়েছে শুনলাম, আমিও সাথে সাথে এপ্লাই করেছি ২১ মে এর জন্য, আমারটা হলে জানাবে বলেছে এজেন্সি, আমার সাথে আছে ব্লগার মিয়াজি ভাই, একসাথে এপ্লাই করেছি। কাহিনি হল দেশে যখন ভিসা আনতে গেল মাথা মোটা কে গেল জানিনা, ঝগড়া করেছে কেন দেরী হল, ঝগড়ারর ফলাফল ভিসা হোল্ডআপ, দুই সপ্তাহ লাগতে পারে জিলাপির প্যাচ ছুটাতে, এদিকে আমার ভিসা হয়ে গেলে আমি চলে যাব, এখন ব্যাটে বলে হবে কিনা আল্লাহর হাতে সব, দোয়া করবেন, উমামার সাথে দেখা হবে তাই আশা করে বসে আছি, এখন দেখি গুবলেট.........আল্লাহ ভরসা, দেশ থেকে আসবে উমামা, তার আম্মু, নানু, আর তার সেজ খালা, জেদ্দাতে উঠবে তারা, যাই হোক আপনাকে জানাবো কনফার্ম হলে
215413
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৭
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৬
163686
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল পলাশ ভাই
215433
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এতো দেখি কবিতার জংশন !
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৪
163722
বাকপ্রবাস লিখেছেন : জি, গতকালের প্রেডাক্ট ভাইযান
215439
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন :
কবিতা আজ দেলাম তোমায় আড়ি
বাকপ্রবাসে লিখছে যেন ঝাড়ি।
তাইতো আমি কেটে পড়ি।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
163732
বাকপ্রবাস লিখেছেন : যাবেন কোথায় ভাই
যাবার জায়গা নাই
আসতেই হবে টুডে ব্লগ
আপনাকেই চায়
215446
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
সালমা লিখেছেন : মজার মজার ছড়া , ভালো লাগলো ছড়া গুলো আপনাকে ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
163734
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বুবু সালমা
ছবি দিলেন কার?
মিলতো পেলামনা
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
163745
সালমা লিখেছেন : আমার ছেলের,,,,
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫২
163752
বাকপ্রবাস লিখেছেন : দোয়া রইল ভাগনে
হও মা এর মতো
আমরা আছি দুষ্টু
মামা তোমার যত
215660
০১ মে ২০১৪ রাত ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঢুকল কিভাবে???
কল অন শার্লক হোমস।
০১ মে ২০১৪ রাত ১২:৩৫
163929
বাকপ্রবাস লিখেছেন :
আপা আইতাছে ....
215683
০১ মে ২০১৪ রাত ০১:১০
বৃত্তের বাইরে লিখেছেন : মজার তো ছড়াগুলো! শুধু ১টু যেন কেমঙ্কেমন Rolling Eyesগতকাল কি মন্তব্য করেছিলাম?! Thinking
০১ মে ২০১৪ রাত ০৩:১৩
163952
বাকপ্রবাস লিখেছেন : এগুলো বেশীরভাগ কমেন্ট দিতে গিয়ে লিখেছি, আর ডাল চাল মিক্স হওয়াতে একটা কেমন কেমন লাগছে, কারন এক একটার আবেদন ভিন্ন, লিমেরিক এর একটা আবেদন, আবার কাব্য এর ভিন্ন আবেদন, আবার কবিতার আবেদন ভিন্ন, বিষয় এরও ভিন্নতা ছিল, আধ্যাত্মবাদ আসল, রাজনীতি আসল, প্রেম আসল, ঘাসফুল আসল, সবচেযে বড় কথা হল আমি নাম্বার ওযান স্বার্থপর, অন্যের লিখা পড়া হচ্চেনা, ৪৮ ঘন্টায় দিন রাত না হলে কুলোতে পারছিনা, এদিকে আবার চিলড্রেন গ্রুপ এর এডমিন এর দায়িত্বটা কাঁধে তুলে নিলাম, অন্য একটা গ্রুপ এডমিন বানাতে চাচ্ছে, একটা গ্রুপ এ নিয়মিত লিখছি ঘাসফুল যেখান থেকে বের হয়, অপিস এ কাজ, উমামর মার হুমকি ধমকি সব মিলে লে হালুয়া অবস্থা, ধন্যবাদ রইল কিন্তু, ওটা না নিযে যাবেননা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File