# বৃষ্টি এলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৪, ১১:৩৪:৫৫ সকাল
খুব অতিষ্ট নাগর জীবন বাস করে
বৃষ্টি এলে রক্ষে তবে হাফ ছেড়ে।
ভাবছে কবি লিখবে ছড়া তার পরে
বৃষ্টি যখন টিনের চালে টুপ করে।।
ভাবনা আমার আছে যারা ফুট পাতে
কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।
চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।
\
ঠিক বুঝলাম না কথাটা।
ভাবনা আমার আছে যারা ফুট পাতে
কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।
বহু পৃতিক্ষত বৃষ্টিটা যখন আসে তাদের ঘর মানেতো পলিটিন দিয়ে মোড়ানো টং ঘর, সেই টংঘর প্রথম বৃষ্টিতে উড়ে যায়, থাকবে কোথায় আজ রাতে? নতুন করে আবার শুরু করতে হয় জোড়াতালির জীবন,
মন্তব্য করতে লগইন করুন