# বৃষ্টি এলে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৪, ১১:৩৪:৫৫ সকাল

খুব অতিষ্ট নাগর জীবন বাস করে

বৃষ্টি এলে রক্ষে তবে হাফ ছেড়ে।

ভাবছে কবি লিখবে ছড়া তার পরে

বৃষ্টি যখন টিনের চালে টুপ করে।।

ভাবনা আমার আছে যারা ফুট পাতে

কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।

চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে

বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214255
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
162659
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল, আপনাদের প্রতিদিনকার কমেন্ট আমাকে নতুন নতুন লিখতে উৎসাহ দেয়
214283
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : চাঁদ দেখা যায পলিথিনের ফাঁক হতে
বৃষ্টি এলে যাবে কোথায় আজ রাতে।।
\
ঠিক বুঝলাম না কথাটা।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
162571
বাকপ্রবাস লিখেছেন : শহুরে নাগরিকরা গরমে অতিষ্ট, বৃষ্টির জন্য হাহাকার, আর সহ্য করা যাচ্ছেনা, সবাই বৃষ্টি প্রত্যাসি, কিন্তু শহরে আর এক দল লোক আছে যারা থাকে ফুটপাতি

ভাবনা আমার আছে যারা ফুট পাতে
কাটছে জীবন আধ পেটে ডাল ভাতে।

বহু পৃতিক্ষত বৃষ্টিটা যখন আসে তাদের ঘর মানেতো পলিটিন দিয়ে মোড়ানো টং ঘর, সেই টংঘর প্রথম বৃষ্টিতে উড়ে যায়, থাকবে কোথায় আজ রাতে? নতুন করে আবার শুরু করতে হয় জোড়াতালির জীবন,
214286
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
162660
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল, আপনাদের প্রতিদিনকার কমেন্ট আমাকে নতুন নতুন লিখতে উৎসাহ দেয়
214300
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
162661
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল, আপনাদের প্রতিদিনকার কমেন্ট আমাকে নতুন নতুন লিখতে উৎসাহ দেয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File