কবিতায় আমি আলিঙ্গন করি মৃত্যুর সাথে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ এপ্রিল, ২০১৪, ০৯:১০:৪২ সকাল
মাঝে মাঝে কবিতা লিখা শেষ হলে ভাবি
মৃত্যুকি আলিঙ্গন করা যায়
এমনই এক তৃপ্তি আমাকে ঘিরে ধরে
আমি আবার চোখ বোলায় কবিতায়
আবার আবার আবার আরো একবার
যেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে
ভালবাসি বলে ধরেছিলে হাত অথচ সেদিন
আমি মৃত্যুর কথা ভাবিনি, বাঁচতে চেয়েছি তোমাকে পেয়ে
কিংবা যেদিন তোমার প্রস্থান হল আমাকে ছেড়ে
সেদিনও আমি মৃত্যুর কথা ভাবিনি, প্রস্তুত ছিলামনা বলে।
সকল অতৃপ্তি আমাকে কবিতা শিখিয়েছে কি করে মেটাতে হয় তৃষ্ণা
এমনই এক শুক্রবারের সকালে আমার একটা কবিতা উদগীরন হলে
আমি নির্দিধায় আলিঙ্গন করে নিতে পারি মৃত্যুকে।
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি নির্দিধায় আলিঙ্গন করে নিতে পারি মৃত্যুকে------ ভালো লাগলো ;অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন