# দেশী বনাম ফার্ম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ এপ্রিল, ২০১৪, ১২:০০:০৮ দুপুর



ফার্ম বলে দেশী

দেখ আমি খাসী।

খাই আর ঘুমাই

আর কাজ নাই।

দেশী বলে ফার্ম

আগা গোড়া জার্ম।

তোকে খাওয়া মানে

আয়ু যায় কমে।


ফার্ম বলে দেশী

তোর দাম বেশি।

আমাকে ছাড়া আর

জমেনা হাট বাজার।

দেশী বলে ফার্ম

বোকা এবার থাম।

মাস না যেতে

দিস মাথা পেতে।


ফার্ম বলে তাইতো

আগে ভাবি নাইতো!

কিসের করি বড়াই

মাস ফুরাতেই নাই।

দেশী বলে ভাই

দু:খ একটাই।

আমার কদর নাই

বিলুপ্ত প্রায়।

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211675
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
160077
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন Good Luck
211681
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
160078
বাকপ্রবাস লিখেছেন : অনুভুতি সব বুঝিয়া পাইলাম
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
160082
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার মনের ভাষা আপনি ছাড়া আর কেউ বুঝে না। উমামাকে ধন্যবাদ Love Struck Love Struck
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৫
160118
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
211689
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : সেদিন এক প্রতিবেদনে দেখলাম ট্যানারির চামড়ার বর্জ দিয়ে ফার্মের মুরগীর খাদ্য বানাতে যাতে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ক্যামিকেল মিশানো থাকে।সেই খাবার খাওয়া মুরগীর মাংস পরীক্ষা করে দেখা গেছে সেই মাংসেও সেই ক্যামিকেলের উপস্থিতি আছে যা রান্না করার পরেও একটিভ থাকে।

ফাটাফাটি দেশী-ফার্ম মুরগী নিয়ন্ত্রিত ছড়ার জন্য ধন্যবাদ।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০০
160079
বাকপ্রবাস লিখেছেন : হুম, প্রতিবেদনটা দেখেই এই ছড়া মাথায় আসল, ধন্যবাদ প্রবাসী আশরাফ ভাই
211697
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
আহমদ মুসা লিখেছেন : দেশী বলে ভাই
দু:খ একটাই।
আমার কদর নাই
বিলুপ্ত প্রায়।
এক্কেবারে খাটি কথা।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০০
160080
বাকপ্রবাস লিখেছেন : কিচচু করার নাই....ফার্মই ভরসা, ধন্যবাদ ভাইযান
211700
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
বিদ্যালো১ লিখেছেন : Happy :D Rolling on the Floor ...
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৮
160083
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorধন্যবাদ জানবেন বিদ্যালো১ আপনি
211719
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
160095
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন হারিয়ে যাবো তোমার মাঝেGood Luck
211725
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সেই দিন আর নাইরে নাতি...........

ঢাকা শহরে এখন দূরবীন দিয়ে ও দেশি মুরগী মিলেনা। ফার্ম মুরগীতে নাকি আবার ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। গরুর গোশতে ফ্যাট। মাছে ফরমালিন।

কোথায় গিয়ে পালিয়ে বাঁচবে পাবলিক? Sleepy Sleepy Sleepy Thinking Thinking
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৮
160100
বাকপ্রবাস লিখেছেন : যাবার জায়গা নাইরে নাতি
ফার্ম খাইলে লাল বাতি
211750
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : দেশী আর ফার্ম নিয়ে চলে টানাটানি

বাজারে চলে এসেছে মুরগী পাকিস্তানী
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
160119
বাকপ্রবাস লিখেছেন : হায় হায় কি উপায়
রাজাকার মুরগী দেখি
এবার কে খায়!
211788
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফার্ম খাই, দেশিও
কিন্তু একটা কথা ফার্ম এর মুরগি দুই তিন টুকরা খাইলেও পেট ভরেনা দেশি একটুকরাতেই ভরে।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪১
160146
বাকপ্রবাস লিখেছেন : ফার্ম এর পেট ভরে
দেশীতে মন ভরে
যার কাছে টাকা আছে
দেশী খায় ফার্ম ছেড়ে
১০
211797
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমাদের গ্রামে প্রচুর দেশি মোরগ পাওয়া যায় কিন্তু বেশি দাম। কারণ ব্লাকাররা এগুলো বেশি দাম দিয়ে কিনে নেয়, জাহাজে নেওয়ার জন্য। সো বলতে গেলে আমাদের গ্রামে ঘরে ঘরে লতা মোরগ পালন করা হয়....
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
160144
বাকপ্রবাস লিখেছেন : হুম, ডিমান্ড বেশী সাপ্লাই কম, দাম বেশী, লাতা মুগর স্বাদ বেশী, ধন্যবাদ আলমগীর ভাই
১১
211817
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০০
সালমা লিখেছেন : হায় হায় এখানেও ক্ষতিকর উপাদান। চমৎকার লিখেছেন.....
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫০
160208
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন সালমা আপু আর ফার্ম মরগী কম খেতে হবে পুরাই জার্ম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File