# দেশী বনাম ফার্ম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ এপ্রিল, ২০১৪, ১২:০০:০৮ দুপুর
ফার্ম বলে দেশী
দেখ আমি খাসী।
খাই আর ঘুমাই
আর কাজ নাই।
দেশী বলে ফার্ম
আগা গোড়া জার্ম।
তোকে খাওয়া মানে
আয়ু যায় কমে।
ফার্ম বলে দেশী
তোর দাম বেশি।
আমাকে ছাড়া আর
জমেনা হাট বাজার।
দেশী বলে ফার্ম
বোকা এবার থাম।
মাস না যেতে
দিস মাথা পেতে।
ফার্ম বলে তাইতো
আগে ভাবি নাইতো!
কিসের করি বড়াই
মাস ফুরাতেই নাই।
দেশী বলে ভাই
দু:খ একটাই।
আমার কদর নাই
বিলুপ্ত প্রায়।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাটাফাটি দেশী-ফার্ম মুরগী নিয়ন্ত্রিত ছড়ার জন্য ধন্যবাদ।
দু:খ একটাই।
আমার কদর নাই
বিলুপ্ত প্রায়।
এক্কেবারে খাটি কথা।
ঢাকা শহরে এখন দূরবীন দিয়ে ও দেশি মুরগী মিলেনা। ফার্ম মুরগীতে নাকি আবার ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। গরুর গোশতে ফ্যাট। মাছে ফরমালিন।
কোথায় গিয়ে পালিয়ে বাঁচবে পাবলিক?
ফার্ম খাইলে লাল বাতি
বাজারে চলে এসেছে মুরগী পাকিস্তানী
রাজাকার মুরগী দেখি
এবার কে খায়!
কিন্তু একটা কথা ফার্ম এর মুরগি দুই তিন টুকরা খাইলেও পেট ভরেনা দেশি একটুকরাতেই ভরে।
দেশীতে মন ভরে
যার কাছে টাকা আছে
দেশী খায় ফার্ম ছেড়ে
মন্তব্য করতে লগইন করুন