গুমাতঙ্ক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৪, ১২:৪২:৫৩ দুপুর
আমি যদি গুম হয়ে যাই
জানবেনা কেউ আর
আমায় নিয়ে টকশোতে
হবেনা তোলপাড়।
আমি যদি গুম হয়ে যাই
কার কি যায় আসে
লাশটা হয়তো ভেসে যাবে
খালে বিলের পাশে।
গুমটাই এখন নিত্য খবর
রোজ সকালে শুনি
কে জানে কার কপালে
ঘুরছে দশা শনি।
আমিও তাই জপতে থাকি
আল্লাহ তোমার শান
যায়না বলা হতেও পারে
গুমের খাতায় নাম।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আতঙ্কিত ছড়ার জন্য...
ধন্যবাদ প্রবাসী ভাই
প্রবাসে গুম নাই
আছে শুধু দীর্ঘশ্বাসটাই
ফেরারী মন
মন্তব্য করতে লগইন করুন