এসএমএস কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ এপ্রিল, ২০১৪, ০৩:০৬:৪২ দুপুর
১.
তুমি যখন সেলোয়ার কামিজ
আমি তখন উড়না,
রেখে ঢেকে রাখব তোমায়
বুঝবেনা কেউ বুঝবেনা।
২.
তোমার ঠোটে রোদ ঝিকিমিক
আমি লিপষ্টিক,
লেপ্টেসেপ্টে চাপকে চুপকে
মিথুন অর্গানিক।
৩.
তোমার চুলের খোপা
আমি সেথায় কাটা
অন্ধকারের কুসুম ঘ্রাণ
নির্জন নিরবতা।
৪.
তোমার নাকছিদ্র
আমি সেথায় ফুল
আসতে যেতে শ্বাস প্রবাহে
মদিরায় মশগুল।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতো হাসেন কেন?
ধন্যবাদ জানবেন
কি বাতাস বয়েগেলো
হাসির মাত্রা বেড়েগেলো
মাথার হেডফোন পড়েগেলো
চুল তো রয়ে গেল
প্যারাসিটামল দেন এক পিছ
কাব্য খাইয়া গায়ে জর
করছি শুধু ইসপিস
মন আমার চড়ুই পাখি ফুরুর ফুরুত করে
কারে দিমু কারে দিমু বুঝতাম পারি নারে
উমামার মা বরাবর
প্রেমিকার চোখে
বিয়ের পর খল নায়ক
বিবির মুখে
হেথা আমি থাকবনা৷
প্রেম আপনাকে ছাড়বেনা
মন্তব্য করতে লগইন করুন