দুই মিনিটের ভাবনা আমার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ এপ্রিল, ২০১৪, ০১:২১:১২ দুপুর

দুই মিনিটে খেলাম তাড়া

দুই মিনিটে পেলাম সাড়া

দুই মিনিটের চোখের দেখা

লাগল ঘোর নজর কাড়া।

দুই মিনিটে হচ্ছে পাপ

দুই মিনিটে হচ্ছে বাপ

দুই মিনিটে হচ্ছে দেখ

ভ্রষ্ট ভ্রণের নষ্ট সাফ।


দুই মিনিটে চুক্তি সই

দুই মিনেটে খাচ্ছি দই

দুই মিনেটে দিচ্ছি সবই

দিচ্ছি শুধু পাচ্ছি কই।

দুই মিনিটে শেয়ার বাজার

দুই মিনিটে সূচক বেজার

দুই মিনিটে পূজির পাহাড়

লুটে পুটে করছে সাবার।


দুই মিনিটে আসছি বলে

দুই মিনিট গেল চলে

দুই মিনিট আসলনা আর

জুটলনা আর পোড় কপালে।

দুই মিনিটে আসল বারী

দুই মিনিটে রৌদ্র ঝারি

দুই মিনিটে আকাশ দেখ

রংধনু আর রং বাহারি।


দুই মিনিটে ভাংল ঘর

দুই মিনেটে আপন পর

দুই মিনেটে লাগল আগুন

অসম প্রেমের তুফান ঝড়।

দুই মিনিটের ভাবনা আমার

দুই মিনিটে জমাট আঁধার

দুই মিনিটে বরফ গলে

হচ্ছি শীতল পূর্ণ আবার।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208739
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৩
157855
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন সুশীল আর আমাদেরও সুশীল হবার মন্ত্রণা দেবেন
208812
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৩
157856
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File