# প্রেম কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৪, ০২:৩৭:০৬ দুপুর
নিয়ত করছি প্রেম
সুযোগ পেলে করব আরো
আমার খুুশি আমার প্রেম
তোমাদের কি বলতে পারো?
প্রেম আমার অস্থিমজ্জায়
প্রেম আমার কাব্য লিখায়
প্রেমের জন্যই উমামার মা
হাপিয়ে উঠে নাইয়োর যায়।
প্রেম ছাড়া যায় কি বাঁচা
প্রেম করেইতো চলছি
প্রেমের টানেই রিটার্ন এসে
গিন্নির হাক প্রেম দেখাচ্ছি!
এসো ভাই করি তাই
প্রেম প্রেম খেলা
খবরদার প্রেম করবিনা
দুই দিনের পোলা।।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেম আমার কাব্য লিখায়
প্রেমের জন্যই উমামার মা
হাপিয়ে উঠে নাইয়োর যায়।
তারপর বুঝবেন প্রেম কারে কয়
অল্প বয়সে হবেন ব্যাঁকা !
এই ধরেন বৈশাখী শুভেচ্ছা নেন
নিশি অবসান প্রায়,ঐপুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও,যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. .
মন্তব্য করতে লগইন করুন