# আজকে আমি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৪, ০৬:৩৯:২১ সন্ধ্যা

আজকে আমি ব্যাস্ত ভীষণ তাই

ফেইসবুকে আর ব্লগে আসিনাই।

কালকে যখন হব আবার ফ্রি

দেখবে তখন কত কি করি।

গন্ডায় গন্ডায় লিখে দেব ছড়া

মানবনা আর রাঙ্গা চোখ কড়া।

বলে দেব স্বপ্ন রাশি রাশি

মা মাটি দেশ সবই ভালবাসি।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202860
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
দেশপ্রেমিকের মুখের বুলি
এ যেন ,কামানের গুলি Rose
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
152334
বাকপ্রবাস লিখেছেন : এইডা কিতা মাত মাতিলাইন
202868
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমরাও ওয়েট করতেয়াছি
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
152335
বাকপ্রবাস লিখেছেন : হারিয়ে যাবো তোমার মাঝে
202872
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : ফাইন লাগলো খেয়ে Big Grin Big Grin Big Grin Big Grin
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
152336
বাকপ্রবাস লিখেছেন : কি খাইলেন? গুগলি নাকি
202912
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : তাহলে আমরা আগামীকালের জন্যই অপেক্ষা করি.....।
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
152367
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা দোয়া করবেন আপা
202913
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার জাজাকাল্লা খাইরান..
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩১
152489
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপনাকে হারিয়ে যাবো তোমার মাঝে
202946
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩২
152490
বাকপ্রবাস লিখেছেন : শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ জানবেন
203025
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
ভিশু লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox
Big Hug Big Hug Big Hug
Happy Happy Happy
Rose Rose Rose
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৩
152491
বাকপ্রবাস লিখেছেন : দাদা, আপনার আজকে লিখাটা কযেকবার ওপেন করেও শেষ করা হয়নি,খুব বিজি থাকিতো, মাথা কাজ করেনা, শেষ করবো ইনশাহআল্লাহ
203090
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:১২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালোবাসা ভালো, কবিতা লেখাও ভালো।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৪
152492
বাকপ্রবাস লিখেছেন : ঠাসা ঠাসা ভালবাস চলবে তাহলে, কবিতার গ্রুপ আছে ভাল ভাল লাগলে বলবেন, ঠিকানা দিয়ে দেব, অন্যদেরগুলো পড়লে নিজেরটা যাচাই করতে সুবিধা হয়
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৯
152544
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : লাগবে মানে? ঠিকানা অবশ্যই বলবেন
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৬
152587
বাকপ্রবাস লিখেছেন : ফেবুতে দিতাছি তাইলেAngel
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
152608
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File