বিবেকান্ধ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ এপ্রিল, ২০১৪, ১২:০৪:২৮ দুপুর
আমরা কেউ মেনে নিতে পারছিনা কাউকে
না তুমি
না আমি।
আমরা কেউ কারো আর মঙ্গল চাইতে পারছিনা
না তুমি
না আমি।
আমরা সংযমের কথা বলছি নিয়ত কিন্তু মানছিনা কেউ
না তুমি
না আমি।
আমরা সত্য ন্যায়ের কথা বলি আর আয়নাতে দেখিনা মুখ
না তুমি
না আমি।
আমরা বুঝেও বুঝতে চাইছিনা তিক্ততা শুধু রিক্ততাই বাড়ায়
না তুমি
না আমি।
আমরা জানি অহংকার পতনের মূল তবুও নিজেকে প্রশ্ন করিনা
না তুমি
না আমি।
আমরা জানিনা এই দ্বন্দের শেষ কোথায়! চাইছিনা কেউ নেভাতে আগুন
না তুমি
না আমি।
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না আমি
না তুমি
তবে ভালো হয়েছে সেটা জানি
মন্তব্য করতে লগইন করুন