রাজনীতির ঘোড় দৌড়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মার্চ, ২০১৪, ০৪:১৬:৩২ বিকাল
চলছে ঘোড়া জোড়া জোড়া
আগ বাড়িয়ে পিছিয়ে পড়া
পড়ছে বাড়ি থোড়া থোড়া
পাছায় মাথায় আগা গোড়া।
কোন ঘোড়াটা নজর কাড়া
হচ্ছে সবাই পাগল পরা
ছুটছে ঘোড়া লাগাম ছাড়া
থামছেনা আর চোখ ইশারা।
ঘোড়ার হাগু ভীষণ কড়া
খাচ্ছে সবাই থালায় বাড়া
জাতির উপর বিষ ফোড়া
গন্ধে মাতাল ছেড়া বেড়া।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
কারন দাদারা সেই রকমই উচ্চারন করেন। বিশ্বাস না হয় ভানু বন্দোপাধ্যায় এর কেীতুক শুনেন।
থামছে পথে থোড়া থোড়া,
কৈ গেল রে লাল ঘোঁড়াটা,
চিৎ হয়ে কি পড়লো সেটা?
তাইতো হালুম দিচ্ছে বিলাই
হর হামেশা পানির দরে,
ড্রাইবার বেটা মাইরা পালায়,
টাকার জন্য পুলিশ জ্বালায়,
লাশ দিবেনা টাকা ছাড়া,
টাকার জন্যই লাশটি ধরা।
মন্ত্রী চালায় পাগলা ঘোড়া,
পাপির হাতে ফুলের তোড়া,
ডাকাত পুলিশ মানিক জোড়া,
কথা কইলে খাইবো ধরা,
রিমান্ডেতেই পরবো মারা,
এমন দেশেই আছি মোরা।
****************
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন