ফেলে আসা গন্তব্য (অনুগল্প)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মার্চ, ২০১৪, ১১:৪২:১৩ সকাল
লেইসফিতা ওয়ালার প্রেমে পড়েছিলাম এক সময়, যখন সে বিক্রি করতে আসতো আমাদের উঠোনে,সাদা কাপড় মুড়িয়ে তিনটা কাগজের বাকস,চুড়ি, ক্লিপ, ফিতা ইত্যাদি, দুধ ওয়ালাকে আমার ভাল লাগেনি কোন সময়, যখন সে দুধ ঢেলে দিত নারিকেল মালার ফুটো দিয়ে, সে শুধু দুধের কথাই ভাবত,তখনো প্রেম বলতে ছিল আমার কাছে মনের ব্যাপার,খবির এর নামটা খবির কেন জানিনা, আমার চুলের অন্ধকারে নাকি কোন এক প্রাচীন সভ্যতার খোঁজ পেয়েছে সে, বেণী খুলে ছাড়িযে দিত চুল,শরতের কাশফুল যখন দুলে উঠতো মৃদু বাতাসে, খবির ভাসিয়ে নিয়ে যেত স্বপ্নের ভেলা চড়ে,খুব বেশীদুর আর যাওয়া হয়নি, মাঝপথেই পথের শুরু, আমার আজকাল খুব মনে পড়ে সেই লেইসফিতা ওয়ালার কথা.........
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন