দোটানা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মার্চ, ২০১৪, ০৯:১৭:২৫ সকাল
এক একটা মুখ এক একটা কথা বলে
এক একটা চোখ অন্য রকম দৃষ্টি,
এক একটা মন এক এক রকম ভাবে
এক একটা জনম এক এক রকম সৃষ্টি।
এক একটা পথ এক এক দিকে যায়
এতগুলো পথ কোন দিকে যায়,
কোথায় তার শুরু কোথায় বল শেষ
কি আর হবে এতসব ভেবে পৃথিবীতো একটাই।
হায় ভগবান ইশ্বর আল্লাহ যিশু গৌতম
এত যুদ্ধ কেন মনে মনে আর জনে জনে,
তোমরাই বল কে অধম আর কে উত্তম
প্রশ্নটা থেকেই যায় উত্তর কে জানে?
এক একটা ফুল সৌরভ ছড়ায়
এক একটা ভুল বাড়ায় যন্ত্রণা,
ফুলের কাছে ভুল নেই কোন
মৌমাছির পাখায় পরাগের মন্ত্রনা।
এত ভাবি কেন আমি কিসের এত ভাবনা
ওলোট পালট কি সব ভাবি কেন জানিনা
হয়তো চলে যাব একদিন থাকবেনা দোটানা
যেতে হবে জানি শুধু গন্তব্য নেই জানা।
বিষয়: সাহিত্য
১০১৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জিবনের উপর ভালবাসা কি কমে এসেছে।
মন্তব্য করতে লগইন করুন