সারাদিন তোকে তোকে তোকে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৪, ১২:০৫:৪০ দুপুর
সারাদিন তোমাকেই ভেবে, তোকে তোকে তোকে
সকাল বিকাল অপিস করি, কাজের ফাঁকে ফাঁকে।
দুপুরে তুই ফোন দিয়েছিলি, দিযেছিলি নাকি!
চার পাঁচটা মিস্ড কল ছিল, শেষ বিকেলে দেখি
তুমিও তাই ধরলেনা আর, আমার ফিরতি কল
মুখ ভার করে বসে আছো নিশ্চয়, দেখছি অবিকল।
সারাদিন তোমাকেই ভেবে, তোকে তোকে তোকে
সকাল বিকাল অপিস করি, কাজের ফাঁকে ফাঁকে।
এই যে আমি বেখায়ালে থাকি, বলতো কার জন্যে
পাশের ডেস্কে পুরুষ নয় কেন, অভিযোগ শুনে হন্যে
সংশয়টা পাকাপোক্ত হয়েই গেল, একটা মাত্র ভুলে
মোবাইলটা কেন পড়া ছিল, ফাইলপত্র ভরা টেবিলে।
সারাদিন তোমাকেই ভেবে, তোকে তোকে তোকে
সকাল বিকাল অপিস করি, কাজের ফাঁকে ফাঁকে।
সন্ধ্যা গড়িয়ে রাত্রি, বাড়ি ফেরা হাতে বাজার হরেক
ছুইয়ে দেখলেনা থলেটা, কি ছিল ওখানে ঘন্টা খানেক
কে করতে বলেছে? রোজ রোজ এতো এতো বাজার,
প্রতি রাতে কুটতে পারবনা, উৎকো গন্ধ মাছে তোমার।
সারাদিন তোমাকেই ভেবে, তোকে তোকে তোকে
সকাল বিকাল অপিস করি কাজের ফাঁকে ফাঁকে।
রাত্তিরে শোবার ঘরে, জানলায় গেল চোখ আর চাঁদের আলো
দেখ দেখ কি সুন্দর আজ, ঝি ঝি পোকার গানে জোৎস্না ছড়াল
পর্দাটা টেনে দিয়ে, টুপ করে খটাস হলো, কাচের জানলাটা
কেউ আর জানলা, কি হল সেই রাতে, গোপনে থেকে যায় খবরটা।
সারাদিন তোমাকেই ভেবে. তোকে তোকে তোকে
সকাল বিকাল অপিস করি কাজের ফাঁকে ফাঁকে।
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই যে ভাই ডঃ আবুল কালাম আযাদ স্যারের পোষ্টটা পড়েন!!
মন্তব্য করতে লগইন করুন