হাড়ি চুলা আর আগুনে ফাগুন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৪, ১১:০৩:৩১ সকাল
কেমন হাড়ি উঠিল চুলায় উল্টো চুলা অন্তর্মূখী
হাড়ি আরো হচ্ছে শীতল জানিনা তার মর্মটা কি!
আগুন ভয়ে জড়থর হাড়ির চোখ তেমন রাঙ্গা
চুলার সাথে লাগল আগুন জনম দাঙ্গা।
জয় হাড়ি প্রণাম করি কি খেল দেখালি রে
তোর ভয়ে চুলোর আগুন চুলার ভেতর গুমড়ে মরে।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন