ইনবক্স এর ফুলগুলো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৭ সকাল



সেই চাইনিজ মোবাইলটা আজও সার্ভিস দিয়ে যাচ্ছে

যুগের সাথে তাল মেলানো নতুন একটা কেনা হয়না আর

কারনটা অবশ্য অভাবের নয়, স্বভাবের বলা চলে

মোবাইলের ব্যাবহার নেই আমার কাছে খুব একটা

কল আসেনা মাসের পর মাস তোমার কিছু মিস্ড কল ছাড়া

আর কিছু মেসেজ আদান প্রদান, আমার কিছু কাব্য

ইদানিং খুব ঝামেলায় পড়ে গেলাম, ইনবক্সে কুলোচ্ছেনা জায়গা

নতুন মেসেজ আসলে মুছে দিত হচ্ছে পুরোনো একটা

বেছে বেছে কিছু মুছেও দেয়া গেল কিন্তু মন চায়না

কেন যেন ধরে রাখতে ইচ্ছে করে কিছু কথা, কিছু স্মৃতি

“ কি করছেন? নিশ্চয় না ঘুমিয়ে মধ্যরাতে লিখালিখি করছেন ব্লগে,

সত্য কথা সবার সাথে বললেও আমার সাথে মিথ্যাটাই বলবেন জানি,”

কিংবা তোমার যখন খুব কথা বলতে ইচ্ছে করবে তখন ইনবক্সে চলে আসে

“ মোবাইলে ফোন করেননা আজকাল, ভুলে যাবেনতো না করলে,

একবার ফোন করে দেখেন কেমন লাগে,” অনলাইন মেসেঞ্জারে না পেয়ে

চলে আসে এসএমএস“ অন লাইনে নেই কেন? কেন? কেন?”

এসব কি মুছা যায়! না ইনবক্স থেকে, না হৃদয় থেকে...

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191555
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:১৬
দুষ্টু পোলা লিখেছেন : কোন লারকি ফুল দিলো রে ভাই, দিল দেয় নাই? Love Struck
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
142669
বাকপ্রবাস লিখেছেন : উমামার আম্মু দিল দিছে ফুল দেয়নাই
191714
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিও আপনাকে এইট ফুল দিলাম এটার নাম ওয়ান্ডারফুল।
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
142670
বাকপ্রবাস লিখেছেন : ওয়ান্ডারফুল
ধূলোবালি আর ঝুলছে দেখ
ঝুল
191775
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
সজল আহমেদ লিখেছেন : আমিও আপনাকে ফুল দিলাম কিন্তু এ ফুল হলঃ full
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
142672
বাকপ্রবাস লিখেছেন : Crying
191795
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
রাইয়ান লিখেছেন : কবিতা খুব ই সুন্দর হয়েছে , কবিদের কাছে কোনো আবেগ ই ফেলনা নয় ! Tongue
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
142673
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
191864
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : সাগর ভরা জল আছে আর দোকান ভরা ফুল,
ফুল দেব না জলই দেব, ভেবে না পাই কূল৷৷
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
142716
বাকপ্রবাস লিখেছেন : তোমার ফুলের ভারে আমার
ছিড়ে গেছে চুল
সেই ফুল নিয়ে আমি
কিযে করলাম ভুল
193276
১৭ মার্চ ২০১৪ রাত ১২:৫০
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার ইনবক্স এ দেখি সব junk mail এ ভরা,ডিলিট করে দেন Angel

কবিতা সুন্দর হয়েছে, ভালো লাগলো Good Luck Rose
১৭ মার্চ ২০১৪ রাত ০২:০৬
143974
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File