লজ্জা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ মার্চ, ২০১৪, ০৯:৪৩:২৩ সকাল
দেখলে আমায় তুমি
মিটি মিটি হাসো,
বলে দিলেই পারো
অনেক ভালবাস।
নেই যে কথা মুখে
কাছে যখন আসো,
আমি কিন্ত বুঝি
কেন তুমি কাশো।
অনেক কথা শুনি
বাতাস আমায় বলে,
তুমি যখন পাশ কাটিয়ে
যাও যে আমায় ফেলে।
তোমার চুলের বেণী
বাঁধো যখন তুমি,
জানি আমি জানি
মনে ভাসি আমি।
মধ্য রাতে তোমার
ঘুম কেন যায় ছুটে,
বলে দিলেই পারো
লজ্জাতে মুখ ঢেকে।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম একটা গান শুভ্র দেবের গাওয়া ছিল ।
০ অন্জন (লিখেছেন অজ্ঞন)দত্তের নাম এতবার নিলেন যে আরেকটু হলেই অজ্ঞান হয়ে যেতেন ।
এখনের নারীদের ডায়লগ হয় যদি নিতে পার মার্কেটে আর খাওয়াইতে পার কেএফসিতে তাইলে আছি। নাইলে ওর লগে গেলাম।
একটা কিছু ক,
কেউ যদি না জোটেরে তোর,
আমার তবে হ৷
দেশেরটারে রাখব দেশে,
তুই থাকবি আমার পাশে৷
কাক পক্ষী টের পাবেনা,
মোর ওয়াদা ল,
একটা কিছু ক৷
আমি বলমু কি
দুইদিন পর টিসু পেপার
ছুড়ে মারবে কি!
মন্তব্য করতে লগইন করুন