খুকি আমার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৪, ০৫:০৬:৪৬ বিকাল



খুকি আমার উমামা

পড়ালিখা করেনা

নাওয়া খাওয়া নাই

শুধু খেলতে চায়

খুমি আমার উমামা

রাতদিন তানা না

মিটি মিটি চোখ নাড়ে

ঘুম কিন্তু যাবেনা


খুকি আমার উমামা

আম্মু ছাড়া বুঝেনা

এত মারে এত ধরে

শাড়ীর কাচা ছাড়বেনা।

খুকি আমার উমামা

যেন কিছুই জানেনা

কে ভেংগেছে ফুলদানি

দেখিযে দেয় ছোট মামা

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189422
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভেংগেছে ফুলদানি
তাতেই এত বদনামী
চাচা আছে মামা আছে
কিনে দেবে দশটি।।

Chatterbox Chatterbox Chatterbox Big Grin Big Grin Big Grin Big Grin
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪০
140567
বাকপ্রবাস লিখেছেন : একটা থাকলে একটা ভাঙগে
দশটা থাকলে তাও
যা পাবে ভাঙচুর
বলে আর দাও
189423
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : উমামার আম্মুকে বলে দেবেন যেন ওকে আর মারধর না করে Loser
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
140566
বাকপ্রবাস লিখেছেন : উমামার আব্বুরে যে মারে সেইটা কিন্তু আমি কারো কইনাই
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৪
140570
ফাতিমা মারিয়াম লিখেছেন : Tongue Tongue TongueI Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Not Listening Not Listening Not Listening It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
189446
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : Rose Rose Rose উমামার জন্য।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২১
140719
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luckআপনার জন্য
189449
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আম্মু মারলে উমামাকে ওর এই চাচুর কাছে চলে আসতে বলবেন। এখানে ওর এক বোন আছে একই রকমস দুষ্ট।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২২
140721
বাকপ্রবাস লিখেছেন : তাহলেতো কথাই নাই
মাথায় উঠবে পুরো পাড়া ই
189460
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : খুকি আমার উমামা
আম্মু ছাড়া বুঝেনা
এত মারে এত ধরে
শাড়ীর কাচা ছাড়বেনা। Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২৩
140724
বাকপ্রবাস লিখেছেন : খুকি আমার উমামা
দুষ্টুমিতে ষোল আনা
পড়ার সময় শুয়ে থাকে
বলে পেঠ ব্যাথা না!!
189526
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : উমামার মায়ের কি অবস্থা, শুনলাম উনি অনেক দিন বাপের বাড়ি যায় না, কারণটা কি?
০৯ মার্চ ২০১৪ রাত ১১:২৪
140725
বাকপ্রবাস লিখেছেন : আমিও বলি যাওনা
দুইটা দিন ঘুরে আসনা
তবুও তার এক কথা
উমামার বাবাকে ছেড়ে কোথাও যাবেনা
189853
১০ মার্চ ২০১৪ সকাল ১১:১১
সজল আহমেদ লিখেছেন : ছড়াটা আমার কাছে অনেক ভাল লাগছে!
১০ মার্চ ২০১৪ সকাল ১১:২০
140864
বাকপ্রবাস লিখেছেন : ছড়াটা কিভাবে হলো সেটা বলি, এর আগে যে ছড়াটা আছে সেটা দিলাম সামুতে, ওখানে একজন মন্তব্য করল আমি প্রথম চার লাইন লিখে উত্তর দিলাম, এভাবে যত কমেন্ট পড়েছে তত প্যারা হয়েছে, সব মিলে আবার ছড়া হয়ে গেল
190727
১১ মার্চ ২০১৪ রাত ০৮:১৫
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগলো । পিলাচ ।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
141741
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File