খুকি আমার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৪, ০৫:০৬:৪৬ বিকাল
খুকি আমার উমামা
পড়ালিখা করেনা
নাওয়া খাওয়া নাই
শুধু খেলতে চায়
খুমি আমার উমামা
রাতদিন তানা না
মিটি মিটি চোখ নাড়ে
ঘুম কিন্তু যাবেনা
খুকি আমার উমামা
আম্মু ছাড়া বুঝেনা
এত মারে এত ধরে
শাড়ীর কাচা ছাড়বেনা।
খুকি আমার উমামা
যেন কিছুই জানেনা
কে ভেংগেছে ফুলদানি
দেখিযে দেয় ছোট মামা
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাতেই এত বদনামী
চাচা আছে মামা আছে
কিনে দেবে দশটি।।
দশটা থাকলে তাও
যা পাবে ভাঙচুর
বলে আর দাও
মাথায় উঠবে পুরো পাড়া ই
আম্মু ছাড়া বুঝেনা
এত মারে এত ধরে
শাড়ীর কাচা ছাড়বেনা।
দুষ্টুমিতে ষোল আনা
পড়ার সময় শুয়ে থাকে
বলে পেঠ ব্যাথা না!!
দুইটা দিন ঘুরে আসনা
তবুও তার এক কথা
উমামার বাবাকে ছেড়ে কোথাও যাবেনা
মন্তব্য করতে লগইন করুন