পালাবি কোথায়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৪, ০৯:২৫:২১ সকাল
ইলেষ্টিক টেনে ধরে ছেড়ে দিলে আবার
নিজের কাছেই ফিরে এসে করে যেমন প্রহার
তেমনি টেনে ধরে ছেড়ে দিবে তোকে
দেখি এবার আসো নাকি আমার এ বুকে।
প্লাষ্টিক গলে যায় লাগে যখন আগুন
মনটা দোলে যায় আসে যখন ফাগুন
তেমনি উষ্ণতায় ছুয়ে দেব তোকে
দেখে নেব কে এবার নিজেকে রুখে।
আলু যেমন সিদ্ধ করে বানাতে হয় ভর্তা
চিতলের কাটা তুলে বানায় যেমন কোপতা
তেমনি দুমড়ে মুচড়ে লেপে তোষকে
আমার মতো রাখবে বল কে আর তোকে।
তাই আমি ধরে তোকে ছাড়ব আবার
আমাকে হারিয়ে তুই দেখবি শুধু আঁধার
মায়াবি টান এক নিয়ত টেনে যাবে তোকে
লোহা যেমন ছুটে যায় চুম্বকের ডাকে।
(N.B. No vacancy, this poem is only for Umama's Mom)
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরাও আপনার ভালবাসা চাই।
পিলিজ আমাদেরকে আপনি ফিরিয়ে দিবেন না জনাব..
মন্তব্য করতে লগইন করুন