পথশিশুর কোমল হাসি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৫ রাত
তোর গায়ে নেই জামা খালি গাযেই থাকিস
আমায় একটু বলনারে কেন এতো কেন হাসিস
কিসের এতো সুখ তোর এমন খালি গায়ে
একটু করে দেনা আমায় ধরি দুই পায়ে
তোর পেটে নেই ভাত আধপেটে থেকে
কেমন করে পায় হাসি বুঝিনা কোন মতে
কিসের এতো সুখ কোথা থেকে আসে
বলনা আমায় খুলে একটু ঝেড়ে কেশে
তোর তলায় মাটি নেই কেমন কর হাটিস
একটু আমায় বলনারে মেজিক বুঝি জানিস
কিসের উপর ভর করে এমন সুখের হাসি
সবকিছু থাকতে কেন আমার হাসি বাসি
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অল্প পেলেই হাঁসে,
নাইবা হল জামা কাপড়,
থাকুক রাস্তার পাশে৷
মন্তব্য করতে লগইন করুন