ধার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৪, ১১:২৭:৫১ রাত
কি করে যে বলি তোমায়
না বলেও পারছিনা
দেবে নাকি কিছু ধার
এক্কেবারে চাইছিনা।
দিয়ে দেব মাস পেরোলে
কর এখন উদ্ধার
জানি আমি টানাটানির
চলছে সংসার তোমার
তবুও যদি দিতে কিছু
বন্ধু বলে কথা
তুমি ছাড়া আর কে বল
বুঝবে মনের কথা।
পুরো না দাও অর্ধেক দাও
বাকিটা হয়ে যাবে
তবে একটু খেয়াল রেখ
গোপন রাখতে হবে।
সবাই যদি জানতে পারে
কি লজ্বার ব্যাপার
যাবেনা আর মুখ দেখানো
বলবে চোর বাটপার
যাক বাবা বাঁচা গেল
জানতাম তুমি দেবে
মাস পেরোলেই কথা দিচ্ছি
ঠিকই পেয়ে যাবে
মাস গড়িয়ে বছর গেল
বন্ধুর দেখা নাই
কি বোকা ছিলাম আমি
ভেবে লজ্বা পাই।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্ঘাত ফলাফল
করছে দেখ আহজারি
ধার দিযেছে কবেকার কথা
এখনো দেখ ঠুকছে মাথা
আমনার কমুকা!!
থাকলে বইলেন...................
বলুন এবার লাগবে নাকি
মাইরের একটু আভাস পাই
টাকা ছিল দিয়েছ
করছ কেন ভান
ধার নিয়ে কবিতা
করলে অপমান
কবিতা আমার দরকার আছে
২০০০ টাকা দিয়েছে বিলাই
হাতে আছে ৩০০০
আজব কারবার
দুই থেকে দুই গেলে তিন থাকে বাকি
আমার বেলায় উল্টো হয় কেন জান নাকি?
কে বলেছে কি বলেছে আবডালে
সবই তার কাছে আছে নোট করা
উল্টো পাল্ট হলে কিন্তু নিশ্চিত ধরা
বিড়ালের জানকি বল দেখি বাছারা
আমি কিন্তু বলবনা নাম ছিল তার তহুরা
খেল পুরোটা ও
তারপর ব্যাথা
হল পেট কাটা
পাওয়া গেল কি
বলত দেখি
কাটা নয় ঝাটা
তহুরার আঙটি
যেটা তাকে দিয়েছিল
ঝন্টি বা মন্টি
বিড়াল এখন
নিচ্ছে বিশ্রাম
অল্প কিছু ধার দিয়া পরীক্ষা করা দরকার।
মন্তব্য করতে লগইন করুন