Shame On You Shame On You Shame On You ধার Shame On You Shame On You Shame On You

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৪, ১১:২৭:৫১ রাত



কি করে যে বলি তোমায়

না বলেও পারছিনা

দেবে নাকি কিছু ধার

এক্কেবারে চাইছিনা।

Rose

দিয়ে দেব মাস পেরোলে

কর এখন উদ্ধার

জানি আমি টানাটানির

চলছে সংসার তোমার

Rose

তবুও যদি দিতে কিছু

বন্ধু বলে কথা

তুমি ছাড়া আর কে বল

বুঝবে মনের কথা।

Rose

পুরো না দাও অর্ধেক দাও

বাকিটা হয়ে যাবে

তবে একটু খেয়াল রেখ

গোপন রাখতে হবে।

Rose

সবাই যদি জানতে পারে

কি লজ্বার ব্যাপার

যাবেনা আর মুখ দেখানো

বলবে চোর বাটপার

Rose

যাক বাবা বাঁচা গেল

জানতাম তুমি দেবে

মাস পেরোলেই কথা দিচ্ছি

ঠিকই পেয়ে যাবে

Rose

মাস গড়িয়ে বছর গেল

বন্ধুর দেখা নাই

কি বোকা ছিলাম আমি

ভেবে লজ্বা পাই।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186893
০৪ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
সিমপল লিখেছেন : বন্ধুত্ব নষ্ট করার জন্য টাকা ধার চাহিয়া লজ্জা দিবেন না ।
০৫ মার্চ ২০১৪ রাত ১২:১০
138503
বাকপ্রবাস লিখেছেন : কথা সিম্পল
নির্ঘাত ফলাফল
186899
০৫ মার্চ ২০১৪ রাত ১২:১৬
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৮
138512
বাকপ্রবাস লিখেছেন : মুমতাহিনা তাজরি
করছে দেখ আহজারি
ধার দিযেছে কবেকার কথা
এখনো দেখ ঠুকছে মাথা
186902
০৫ মার্চ ২০১৪ রাত ১২:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কন কি ভাই ?হেটে কেটা ?
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৩০
138514
বাকপ্রবাস লিখেছেন : কবিতার নায়ক নায়িকা কেঠা
আমনার কমুকা!!
186913
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর আছেকিনা দেবার মত
থাকলে বইলেন................... Chatterbox Chatterbox Chatterbox Cook Cook Cook
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
138628
বাকপ্রবাস লিখেছেন : বেতের বাড়ি আছে বাকি
বলুন এবার লাগবে নাকি
186938
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৪৭
মোবারক লিখেছেন : ভালো লাগলো
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:২৯
138629
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck ধন্যবাদ জানবেন
186939
০৫ মার্চ ২০১৪ রাত ০১:৪৭
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহ।ছন্দগুলো হেব্বি হয়েছে!
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:২৯
138630
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবদা ভাইযান
186949
০৫ মার্চ ২০১৪ রাত ০২:০৫
জোবাইর চৌধুরী লিখেছেন : বরাবরের মত ভালো লাগলো। Time Out
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৩০
138631
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বড় ভাই
মাইরের একটু আভাস পাই
186955
০৫ মার্চ ২০১৪ রাত ০২:২৯
আব্দুল গাফফার লিখেছেন :
টাকা ছিল দিয়েছ
করছ কেন ভান
ধার নিয়ে কবিতা
করলে অপমান
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৩০
138632
বাকপ্রবাস লিখেছেন : Good Luck এই নেন পান খান
186968
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:০৪
ভিশু লিখেছেন : ইশ্‌ এত সুন্দর করে ছড়া লেখার গুনটা যদি ধার পেতাম, মেয়াদের আগেই ফিরিয়ে দিতাম... Sad Hurry Up Day Dreaming Happy Good Luck Rose
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
138627
বাকপ্রবাস লিখেছেন : ধারটা থাক আপনারই কাছে
কবিতা আমার দরকার আছে
১০
187003
০৫ মার্চ ২০১৪ সকাল ০৫:২০
তহুরা লিখেছেন :
০৫ মার্চ ২০১৪ সকাল ০৮:৩২
138633
বাকপ্রবাস লিখেছেন : আমাগো জামাল ভাই
২০০০ টাকা দিয়েছে বিলাই
হাতে আছে ৩০০০
আজব কারবার
দুই থেকে দুই গেলে তিন থাকে বাকি
আমার বেলায় উল্টো হয় কেন জান নাকি?
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
138757
তহুরা লিখেছেন :
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫১
138759
বাকপ্রবাস লিখেছেন : বিড়ালটা শুনছিল সব আড়ালে
কে বলেছে কি বলেছে আবডালে
সবই তার কাছে আছে নোট করা
উল্টো পাল্ট হলে কিন্তু নিশ্চিত ধরা

বিড়ালের জানকি বল দেখি বাছারা
আমি কিন্তু বলবনা নাম ছিল তার তহুরাRolling on the Floor
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
138833
তহুরা লিখেছেন :
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
138837
বাকপ্রবাস লিখেছেন : পেট পুরো তাও
খেল পুরোটা ও
তারপর ব্যাথা
হল পেট কাটা
পাওয়া গেল কি
বলত দেখি
কাটা নয় ঝাটা
তহুরার আঙটি
যেটা তাকে দিয়েছিল
ঝন্টি বা মন্টি
বিড়াল এখন
নিচ্ছে বিশ্রাম
০৬ মার্চ ২০১৪ রাত ০৩:৪৪
139132
তহুরা লিখেছেন :
১১
187080
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৩৮
সিটিজি৪বিডি লিখেছেন : ধার চাহিয়া লজ্জা দিবেন না এই কথাটি বলিওনা আর
অল্প কিছু ধার দিয়া পরীক্ষা করা দরকার।
০৫ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
138689
বাকপ্রবাস লিখেছেন : খেয়াল রাখতে হবে দেয়া যাবেনা বার বার
০৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪০
138692
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা..........একবার না দিলে চেয়ে দেখ বারবার..
০৫ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
138698
বাকপ্রবাস লিখেছেন : নেড়া বেল তলায় যায় কয়বার??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File