অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৪, ০৯:৪৯:৫১ সকাল

আজকে বিকেলে একি শোনালে!
আমায় নাকি তোমার আর লাগেনা ভাল,
শোন লক্ষিটি আমার টিয়া পাখি
কালকে কোথাও ঘুর আসি যাবে নাকি চল।![]()
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।![]()
ফোনটা ধরছনা কথা বলছনা
রিং পড়তে কেন শুধু দিচ্ছ লাইন কেটে,
বুঝতে পারছিনা মাথায় ঢুকছেনা
এমন করে কেন তুমি যাচ্ছ রেগে ফেটে।![]()
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।![]()
ফোনটা একটু ধর পারলে আমায় ঝার
ভুল যদি করে থাকি নেব মাথায় পেতে,
কিছুই বলবেনা মানতে পারছিনা
এমন করে দেবনাতো ছেড়ে আমায় যেতে।![]()
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।![]()
মুখটা একটু খোল আমায় খুলে বল
বুকের মধ্যে রাখলে চাপা তুষের আগুন বাড়ে,
বাসব তোমায় ভাল যতই দূরে ঠেল
যতই চেষ্টা কর তুমি যাবনাতো ছেড়ে। ![]()
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নাকি বছর মাস দিন গুনছ?
আরতো সহিতে পারিনা জ্বালা,
বাঁ পার ফোনে কান ঝালা পালা৷
চলে যাব যেদিকে দুচোখ যায়,
ফিরবনা যতই ধরণা পায়৷
শুনবনা শুনবনা শুনবনা
দেখি তুমি কি কর
আমার নামও অঞ্জনা
আমারেও একটু দিয়ে যান
টিকিটের দাম শুইনা
নিজেরে করি দমন
ভাল হয় যদি তাদের চলতে পারেন এড়িয়ে
খুব একটা স্পেশাল নয় তারা যা ভাবে
টেনশনে রেখে তারা খুবসে মজা চাখে
এইবার ছলাকলা ভাগা
বুঝি নাকও কথা
আছি আমি টেনশনে
মনে করে জালা!!!
চলেন দেশে চলে যাই
মন্তব্য করতে লগইন করুন