অভিমান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৪, ০৯:৪৯:৫১ সকাল



আজকে বিকেলে একি শোনালে!

আমায় নাকি তোমার আর লাগেনা ভাল,

শোন লক্ষিটি আমার টিয়া পাখি

কালকে কোথাও ঘুর আসি যাবে নাকি চল।

Rose

হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল

হঠাৎ করে তোমার আবার বল কি হল।।

Rose

ফোনটা ধরছনা কথা বলছনা

রিং পড়তে কেন শুধু দিচ্ছ লাইন কেটে,

বুঝতে পারছিনা মাথায় ঢুকছেনা

এমন করে কেন তুমি যাচ্ছ রেগে ফেটে।

Rose

হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল

হঠাৎ করে তোমার আবার বল কি হল।।

Rose

ফোনটা একটু ধর পারলে আমায় ঝার

ভুল যদি করে থাকি নেব মাথায় পেতে,

কিছুই বলবেনা মানতে পারছিনা

এমন করে দেবনাতো ছেড়ে আমায় যেতে।

Rose

হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল

হঠাৎ করে তোমার আবার বল কি হল।।

Rose

মুখটা একটু খোল আমায় খুলে বল

বুকের মধ্যে রাখলে চাপা তুষের আগুন বাড়ে,

বাসব তোমায় ভাল যতই দূরে ঠেল

যতই চেষ্টা কর তুমি যাবনাতো ছেড়ে।

Rose

হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল

হঠাৎ করে তোমার আবার বল কি হল।।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186460
০৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
138182
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আর চুক চুক চুকRolling on the Floor
186474
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
শেখের পোলা লিখেছেন : হ্যালো ওগো তুমিকি শুনছ,
নাকি বছর মাস দিন গুনছ?
আরতো সহিতে পারিনা জ্বালা,
বাঁ পার ফোনে কান ঝালা পালা৷
চলে যাব যেদিকে দুচোখ যায়,
ফিরবনা যতই ধরণা পায়৷
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
138968
বাকপ্রবাস লিখেছেন : শুনবনা কোন কথা
শুনবনা শুনবনা শুনবনা
দেখি তুমি কি কর
আমার নামও অঞ্জনা
186476
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : পরোনাটা গেছে তাতে কি? নতুন আরেকটা পেয়েছি।
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
138969
বাকপ্রবাস লিখেছেন : কি পাইছেন ভাইযান?
আমারেও একটু দিয়ে যান
186530
০৪ মার্চ ২০১৪ দুপুর ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওইখান থেকে ছড়া লিখে লিখে প্রতিবেশিদের না শুনাইয়া জলদি দেশে আসেন।
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
138973
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue আসতে তো চাই মন
টিকিটের দাম শুইনা
নিজেরে করি দমন
186549
০৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : বেশী চাইতে গেলে দেয় দাম বাড়িয়ে

ভাল হয় যদি তাদের চলতে পারেন এড়িয়ে

খুব একটা স্পেশাল নয় তারা যা ভাবে

টেনশনে রেখে তারা খুবসে মজা চাখে
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
138977
বাকপ্রবাস লিখেছেন : বুইঝ্জা গেছে হতভাগা
এইবার ছলাকলা ভাগা
186765
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
সজল আহমেদ লিখেছেন : অন্নেক ভাল্লাগ্লো।
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
138979
বাকপ্রবাস লিখেছেন : থেঙ্কু ভাইযান
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৩৮
139194
সজল আহমেদ লিখেছেন : ওয়েল্কাম
187121
০৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : হ্যালো হ্যালো কবিতা
বুঝি নাকও কথা
আছি আমি টেনশনে
মনে করে জালা!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
138982
বাকপ্রবাস লিখেছেন : মনের জ্বালার অষুধ নাই
চলেন দেশে চলে যাই
198144
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : তাই বলে ৯৭৩ মিসড কল !!! Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised হায়রে ভালুবাসা
২৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩০
148097
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File