ষড়রিপু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৪, ০৫:৩৪:৫৪ বিকাল

হৃদয় মাঝে সাপের বাস
যখন তখন ফোস করে
এটা ধরে ওটা ছাড়ে
যায়না রোখা বস করে।![]()
বুকের উপর ভর করে
আবার দেখি লেজ নাড়ে
চোখে যখন রাখি চোখ
ইয়া বড় হা করে।![]()
ভযে যখন বুকটা আমার
কেঁপে উঠে ধুপ করে
মুচকি হেসে সাপটা আবার
কাছে আসার ছল করে।![]()
সাপকে বলি বাপরে তুই
আমার ভীষণ ডর করে
হাতে ধরি পায়ে ধরি
অন্য কোথাও চল নারে।![]()
শাপটা বলে আমার বাড়ি
যাব কোথায় বল নারে
আপন ভাল জগৎ ভাল
দোষের বেলায় সাপ করে।![]()
‘ষড়রিপু’’ মানুষের চরম ও প্রধান ছ'টি শক্র হলো-কাম, ক্রোধ,লোভ, মোহ, মদ ও মাৎসর্য। (মাৎসর্য হলো ঈর্ষা, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, অপকার, হনন ইত্যাদি।)
বিষয়: বিবিধ
৩৫৩৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বশ করাতো যায় তারে,
নয়তো কবে আসবে তেড়ে
মারবে ছোবল হায়েনা রে৷
কিযে করি বলনারে
সাপের ভযে ঘুম হারাম
ধুম করে যায় ছুড়ে
http://golpokobita.com/members/home
আর ছন্দ তো হাব্বি স্পেশাল...মাশাআল্লাহ...
মন্তব্য করতে লগইন করুন