ষড়রিপু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৪, ০৫:৩৪:৫৪ বিকাল
হৃদয় মাঝে সাপের বাস
যখন তখন ফোস করে
এটা ধরে ওটা ছাড়ে
যায়না রোখা বস করে।
বুকের উপর ভর করে
আবার দেখি লেজ নাড়ে
চোখে যখন রাখি চোখ
ইয়া বড় হা করে।
ভযে যখন বুকটা আমার
কেঁপে উঠে ধুপ করে
মুচকি হেসে সাপটা আবার
কাছে আসার ছল করে।
সাপকে বলি বাপরে তুই
আমার ভীষণ ডর করে
হাতে ধরি পায়ে ধরি
অন্য কোথাও চল নারে।
শাপটা বলে আমার বাড়ি
যাব কোথায় বল নারে
আপন ভাল জগৎ ভাল
দোষের বেলায় সাপ করে।
‘ষড়রিপু’’ মানুষের চরম ও প্রধান ছ'টি শক্র হলো-কাম, ক্রোধ,লোভ, মোহ, মদ ও মাৎসর্য। (মাৎসর্য হলো ঈর্ষা, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, অপকার, হনন ইত্যাদি।)
বিষয়: বিবিধ
৩৪৮৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বশ করাতো যায় তারে,
নয়তো কবে আসবে তেড়ে
মারবে ছোবল হায়েনা রে৷
কিযে করি বলনারে
সাপের ভযে ঘুম হারাম
ধুম করে যায় ছুড়ে
http://golpokobita.com/members/home
আর ছন্দ তো হাব্বি স্পেশাল...মাশাআল্লাহ...
মন্তব্য করতে লগইন করুন