ষড়রিপু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৪, ০৫:৩৪:৫৪ বিকাল



হৃদয় মাঝে সাপের বাস

যখন তখন ফোস করে

এটা ধরে ওটা ছাড়ে

যায়না রোখা বস করে।

Rose

বুকের উপর ভর করে

আবার দেখি লেজ নাড়ে

চোখে যখন রাখি চোখ

ইয়া বড় হা করে।

Rose

ভযে যখন বুকটা আমার

কেঁপে উঠে ধুপ করে

মুচকি হেসে সাপটা আবার

কাছে আসার ছল করে।

Rose

সাপকে বলি বাপরে তুই

আমার ভীষণ ডর করে

হাতে ধরি পায়ে ধরি

অন্য কোথাও চল নারে।

Rose

শাপটা বলে আমার বাড়ি

যাব কোথায় বল নারে

আপন ভাল জগৎ ভাল

দোষের বেলায় সাপ করে।

Rose

‘ষড়রিপু’’ মানুষের চরম ও প্রধান ছ'টি শক্র হলো-কাম, ক্রোধ,লোভ, মোহ, মদ ও মাৎসর্য। (মাৎসর্য হলো ঈর্ষা, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, অপকার, হনন ইত্যাদি।)

বিষয়: বিবিধ

৩৪৮৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185569
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৭
পলাশ৭৫ লিখেছেন : ফেবু ভাবি পোলাপানদের ছবি দেখলাম যে
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৮
137436
বাকপ্রবাস লিখেছেন : মন চাইল হঠাৎ দিলাম বুঝতে পারছিনা ভাল মন্দ
185574
০২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
নীল জোছনা লিখেছেন : সাপকে বাপ বলা ঘোর আপত্তি তুল্লাম। Loser Loser
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
137454
বাকপ্রবাস লিখেছেন : বস করতে চাইলে কত কি বলতে হয় ঠিক আছে
185578
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১০
137467
বাকপ্রবাস লিখেছেন : এখন লিখলাম কাজের ফাকে
185603
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
137489
বাকপ্রবাস লিখেছেন : শব মিডিয়াতে শাপ ছেড়ে দিনতো দেখি কি হয় হা হা হা ধন্যবাদ
185609
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
137494
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ প্রবাসী
185666
০২ মার্চ ২০১৪ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : সাপ বল আর বিচ্ছু বল,
বশ করাতো যায় তারে,
নয়তো কবে আসবে তেড়ে
মারবে ছোবল হায়েনা রে৷
০২ মার্চ ২০১৪ রাত ১১:০৯
137605
বাকপ্রবাস লিখেছেন : সেই ভয়েই মরছি রোজ
কিযে করি বলনারে
সাপের ভযে ঘুম হারাম
ধুম করে যায় ছুড়ে
185998
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১৫
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
137822
বাকপ্রবাস লিখেছেন : আপনার একটা রিকু মনে আছে কোন এক সময় রাখা হবে ইনশাআল্লাহ সেইম সাবজেক্ট এ অন্য যায়গায়ও লিখতে হবে সময় একমাস ধন্যবাদ সজল আহমেদ ভাই
http://golpokobita.com/members/home
186000
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
সজল আহমেদ লিখেছেন : আমি কি ওখানে সদস্য হতে পারব ভাই?
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
137828
বাকপ্রবাস লিখেছেন : পারবেন, সাইন আপ করলে হবে, সাহিত্যিক মানে খুবই উচ্চতা মাপের লিখা হয় ওখানে
186025
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ ভাই।
১০
186380
০৪ মার্চ ২০১৪ রাত ০৪:১৭
ভিশু লিখেছেন : অসাধারণ! যেমন টপিক, তেমন উপস্থাপনা!
আর ছন্দ তো হাব্বি স্পেশাল...মাশাআল্লাহ... Praying
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
০৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪০
138179
বাকপ্রবাস লিখেছেন : Applause Applause Applause নিজের ঢোল নিজেই পিটিয়ে দিই তাহলে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File