উটের পিঠে ইসলাম ছুুটে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৩:২৮ সন্ধ্যা



ইসলাম যখন উটের পিঠে জকি হয়ে কেবল ছুটে

একটা শিশু তিন বছরের আকাশ পানে চেয়ে থাকে

একটা বিস্কিট একটু পানি এটাই তাদের নয়ন মনি

রোজ সকালে শেকল বেঁধে পিঠের উপর হয় শুনানি

Rose

খোদা তোমার আরব দেশে ইসলাম আছে খুব আয়েশে

শিশুর মূল্য খুব সাধারণ জন্মে যদি সে বাংলাদেশে

নেইতো কোন পাপ অপরাধ কারন তারা শেখের জাত

দৌড়বে উঠ সবার আগে তবেই শেখের মন বাজিমাত

Rose

তুমিও খোদা রসিক ভীষণ দেখতে থাকো যুগে যুগে

আমরা শালার মিসকিন হলাম মরছি ভাতে রোদে শোকে

মাপ করিও পদ্যে আমার গদ্যে আমি ভীষণ কাচা

জানবে যদি শেখের জাতে কঠিন হবে জীবন বাঁচা

Rose

নাই অভিযোগ তোমার কাছে সবই তোমার আছে জানা

পারলে ক্ষমা কর আমায় উদেবেগে তাই মারছি খোছা

এইযে আমি পদ্য লিখি সেটাওতো তোমার দান

ছুটুক উঠ সবার আগে জকি শিশুর যাক পরান

ভিডিওটা সম্ভব হলে দেখার অনুরোধ রইল ..Click this link

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184101
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
137086
বাকপ্রবাস লিখেছেন : খুবই নির্মম মুসলমান এমন করতে পারে ভাবতে অবাক লাগে
184104
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : নবীর দেশেই এমন খেলা,
জকি সেথা মিসকিনেরা,
ঐ শিশুটার মৃত্যু হলেও,
অট্ট হাসি হাসছে তারা৷

বাঁচা মরা সকল কিছু,
আছে শুধু আল্লাহরই হাত,
তোমার লেখায় উৎসাহ দেয়,
এই দেখ সেই শেখের জাত৷

আমরা সবাই এ দুনিয়ায়,
জকি শিশু সন্দেহ নাই,
উট ওয়ালাদের ধরিয়ে দিয়ে,
আমরা যেন নাজাত পাই৷
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
137087
বাকপ্রবাস লিখেছেন : আমীন আমীন আমীন
রোজ হাসলে তুমি আল্লাহ
উট ওয়ালাদের দিওনা জামিন
184140
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
137088
বাকপ্রবাস লিখেছেন : বরাবরের মতো উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ
184144
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
মোঃজুলফিকার আলী লিখেছেন : শেষাবদি উটের জকি হতে গেলেন ভাই। খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। ‌
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
137089
বাকপ্রবাস লিখেছেন : ফেবুতে ভিডিওটা দেখে মন খারাপ হয়ে গেল তাই লিখা
184199
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন :
আরব বলো,এশিয়া বল
নামে আমরা মুসলমান
কাজ করি সব কুফরি যত
নাম যদিও আব্দুর রহমান।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
137090
বাকপ্রবাস লিখেছেন : তাইতো দেখলাম
184206
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
137091
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বাহার ভাই
জকি থেকে নিস্তার চাই
184222
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : উটের জকির এই ব্যাপারটা যে কতটা অমানবিক ভাবতে কষ্ট হয়। শেখরা আমাদের দেশ থেকে কম মূল্যে শিশুদের নিয়ে যায়, ঠিকমত তাদের খাবার দেয়না,শিশুদের ওজন কম থাকলে উটের জেতার সম্ভবনা বেশী এ কারনে। আরবদের এমন ভোগ বিলাসিতা, বেহায়াপনার জন্য আল্লাহ্‌ যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন তারপরও এরা মানুষ হয়নি। কত ধরনের বিচিত্র নামধারী মুসলমান যে দুনিয়ায় আছে। চারপাশে যত দেখি অবাক হই। ধন্যবাদ ভাইয়া আপনাকে Good Luck Good Luck
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৯
137092
বাকপ্রবাস লিখেছেন : তিন চার বছরের শিশুদের কি অমানবিক জকি আর খাওয়া না দিয়ে তপ্ত মরুতে পশুর চেয়ে আরো খারাপ অবস্থায় রেখে নিয়মিত নির্যাতন এর উপর রেখেছে ভাবতে অবাক লাগে মুসলমান কি করে পারে এমন
184278
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৫
সজল আহমেদ লিখেছেন : অনেক,অনেক,অনেক ভাল লাগল!আমার মনে হয় কবিতাটা প্রার্থনা ও ধরা যায়।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
137094
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল, কমেন্ট টা অনেক উচ্চমার্গের হলো তার জন্য আবারো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File