উটের পিঠে ইসলাম ছুুটে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৩:২৮ সন্ধ্যা
ইসলাম যখন উটের পিঠে জকি হয়ে কেবল ছুটে
একটা শিশু তিন বছরের আকাশ পানে চেয়ে থাকে
একটা বিস্কিট একটু পানি এটাই তাদের নয়ন মনি
রোজ সকালে শেকল বেঁধে পিঠের উপর হয় শুনানি
খোদা তোমার আরব দেশে ইসলাম আছে খুব আয়েশে
শিশুর মূল্য খুব সাধারণ জন্মে যদি সে বাংলাদেশে
নেইতো কোন পাপ অপরাধ কারন তারা শেখের জাত
দৌড়বে উঠ সবার আগে তবেই শেখের মন বাজিমাত
তুমিও খোদা রসিক ভীষণ দেখতে থাকো যুগে যুগে
আমরা শালার মিসকিন হলাম মরছি ভাতে রোদে শোকে
মাপ করিও পদ্যে আমার গদ্যে আমি ভীষণ কাচা
জানবে যদি শেখের জাতে কঠিন হবে জীবন বাঁচা
নাই অভিযোগ তোমার কাছে সবই তোমার আছে জানা
পারলে ক্ষমা কর আমায় উদেবেগে তাই মারছি খোছা
এইযে আমি পদ্য লিখি সেটাওতো তোমার দান
ছুটুক উঠ সবার আগে জকি শিশুর যাক পরান
ভিডিওটা সম্ভব হলে দেখার অনুরোধ রইল ..Click this link
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জকি সেথা মিসকিনেরা,
ঐ শিশুটার মৃত্যু হলেও,
অট্ট হাসি হাসছে তারা৷
বাঁচা মরা সকল কিছু,
আছে শুধু আল্লাহরই হাত,
তোমার লেখায় উৎসাহ দেয়,
এই দেখ সেই শেখের জাত৷
আমরা সবাই এ দুনিয়ায়,
জকি শিশু সন্দেহ নাই,
উট ওয়ালাদের ধরিয়ে দিয়ে,
আমরা যেন নাজাত পাই৷
রোজ হাসলে তুমি আল্লাহ
উট ওয়ালাদের দিওনা জামিন
আরব বলো,এশিয়া বল
নামে আমরা মুসলমান
কাজ করি সব কুফরি যত
নাম যদিও আব্দুর রহমান।
জকি থেকে নিস্তার চাই
মন্তব্য করতে লগইন করুন