এলাকার ভাবিরা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২২:৩৯ সকাল



এলাকার ভাবিরা যেন বক পায়রা

পারেনা শুধু উড়তে,

সংসারে মন নেই করে শুধু ধেই থেই

চাই শুধু ঘুরতে।

Rose

এলাকার ভাবিরা খুব বেশী বেয়াড়া

থাকেতে চাইনা ঘরে,

সারাদিন টং টং সেজে গুজে মারে ঢং

চোখে চোখ মারে।

Rose

এলাকার ভাবিরা করে চোখ ইশারা

বুঝিনা কি মানে,

মরি হায় লজ্বায় কার কি আসে যায়

মারে শিষ সমানে।

Rose

এলাকার ভাবিরা দেখে ভাবে কবিরা

পায়না ভেবে কূল,

দেখনা চোখ খুলে লাজ শরম সব ভুলে

প্লাবন জাত কুল।

Rose

(ছন্দটা একটু শেয়ার করা যাক, প্রথম লাইন ৫শব্দ, দ্বিতীয় আর চতুর্থ লাইন তিন শব্দ আর তৃতীয় লাইন ৭শব্দ পুরো কবিতা বা ছড়াটায় এটা বজায় রাখা হল, প্রথম আর তৃতীয় লাইন নিজেদের মধ্যেই ছন্দ ভাগ করে নিল ভাবিরা/পায়রা, নেই/থেই আবার দ্বিতীয় আর চতুর্থ লাইন অন্তমিল রাখা হল, উড়তে/ঘুরতে, ঘরে/মারে। ছবিতে দেখা যাচ্ছে ভাবিরা ফুটবল খেলছে কিন্তু কোন গোল বার নেই, তার মানে হল গোল হবেনা, উদ্দেশ্যবিহীন গন্তব্য, ভাবিরা কি চায কেন চায় কিভাবে চায় সেটা তারা নিজেরাই জানেনা, জানতে চাই তাও না, তারা শুধু তা ধিন ধিন করে করে দিন পার করতে চায়, ক্ষমা প্রার্থী এই জন্য যে, এটা শুধু ফান ছড়া, এলাকার ভাবিদের আমার শ্রদ্ধা আর সালাম রইল, তারা ফুটবল খেলবে নাকি হাডুডু খেলবে সেটা ভাইয়ারা ঠিক করবে বা তারা দুজন মিলে সিদ্ধান্ত নেবে, আমাদের কিছু করার নেই, আমরা বড়জোড় একটা ছড়া লিখে আনন্দ পেতে পারি আর ভাবি ভাইয়াদের পড়ে শুনাতে পারি।)

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183816
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
সিটিজি৪বিডি লিখেছেন : ভাবীর যা খুশী তাই করবে তাতে আপনার কি? ভাবীদের বিরুদ্ধে লিখলে কানমলা খাওয়ার সম্ভাবনা আছে..........তাই সাবধান.....উমামার বাপ........
০১ মার্চ ২০১৪ রাত ০৯:১০
137049
বাকপ্রবাস লিখেছেন : গাছে উইঠা যামু দেখি কেমনে কান মলা দেয়
183829
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
হতভাগা লিখেছেন : টার্গেট ২০২৬ । বিশ্বকাপ ফুটবল খেলবই ।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:১১
137051
বাকপ্রবাস লিখেছেন : অস্থির সম্ভবনা দেখি
183866
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরে তোরা আমারে মাইরালা-
০১ মার্চ ২০১৪ রাত ০৯:১১
137052
বাকপ্রবাস লিখেছেন : তার আগে আন্টিদের একটু খাটাইয়া লন
183904
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালো লাগলো
০১ মার্চ ২০১৪ রাত ০৯:১২
137054
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবদা ঈমানদার সাহেব দূর্বল হলেও আছে, আমগোটা চেরাগ দিয়া খোজন লাগে
184035
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
সজল আহমেদ লিখেছেন : হুম
০১ মার্চ ২০১৪ রাত ০৯:১২
137055
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File