কি করিলি কন্যা তুই (গান)......
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৯:৩৯ সকাল
ফুলটাতো গাছেই ছিল, হেলে দোলে দোলছিল
সেই ফুল ছিড়ে কন্যা খোপায় পড়িল
কি দেখিলাম আমি কি দেখিলাম
এমন ভাল লাগল কন্যা কেমনে ভুলিতাম।
কি করিলি কন্যা তুই কি করিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
আসতে যেতে কত কথা মনে পড়ছিল
কন্যা তখন পুকুর ঘাটে জল ঘাটছিল
আপন মনে নির্জনে সে গাইছিল গান
এমন মধুর কন্ঠ কন্যার কেমনে ভুলিতাম।
কি শুনাইলি কন্যা তুই কি শুনাইলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
মাঝরাতে কন্যা আসে আমার ঘুমের ঘোরে
আসে কন্যা হাসে কন্যা মুখে টোল পড়ে
দিচ্ছি চুম ভাংল ঘুম হলনা মনষ্কাম
কন্যার গালে টোল ছিল তা কেমনে ভুলিতাম।
টোল পড়া গালে কন্যা কেন হাসিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি করিলি কি করিলি,
বাক প্রবাস ভাই তুই।
কি কবিতা লিখিলি ,
ছেদা কলিজা এখন কোথায় থুই ?
রক্ত নায় তায়, ছেদা যায় না দেখা,
এ কেমন প্রেমের সাজা।
তারে বানাইয়া রাণি ,
আমি হইছি প্রজা।
কি করিলি কি করিলি,
বাক প্রবাস ভাই তুই।
কি কবিতা লিখিলি ,
ছেদা কলিজা এখন কোথায় থুই ?
মন্তব্য করতে লগইন করুন