শতাব্দী টেইলার্স

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৯:২৯ বিকাল



হাত কাটি পা কাটি, বুক কাটি দুই ভাগ

গলা কাটি ক্যাচাৎ করে, চকে আগে দিই দাগ

Rose

ছেলে কাটি মেয়ে কাটি, কাটা কাটি রাত দিন

কাকা কাটি কাকি কাটি, মাপ টা নিতে দিন

Rose

দেখি আপা ভাই বোন, দেখি বুকের মাপ টা

সোজা হয়ে দাড়ান দেখি, লুস করেন হাত টা

Rose

কাটা কাটি মাপ ঝোক, শেষ হলে কট কট

মেশিন টা চালু করে, সেলাই টা ঝট ফট

Rose

আহা আহা লাগছে বাহা, পূব পাড়ার পরী না!

প্রীতি না ক্যাট না, এতো আমাদের বাংলার কারিনা

বিষয়: বিবিধ

১৭৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175088
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
পলাশ৭৫ লিখেছেন : Love Struck Love Struck Love Struck
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
128363
বাকপ্রবাস লিখেছেন : আমি কইলাম কিছু দেখিনাই
175089
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : এত কাটাকাটি করেন যদি আর কিছুই কাটেন না?
তবে কাটাকাটির পরে ভাল লাগলো। ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
128365
বাকপ্রবাস লিখেছেন : কাটিঙ মাষ্টর লোক ভাল কাটতে দিন
আপনি সরে দাড়ান কাষ্টমার আসতে দিন
মাপটা ঠিক মতো ভাল করে নিতে দিন
শরিয়তি মাপঝোক জনতাকে বুঝতে দিন
175090
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
শিশির ভেজা ভোর লিখেছেন : ঐ জায়গায় গোলাপ ফুল কেন ভাইসাব? এটা কি নতুন ইস্টাইল নামলো? Worried Worried Worried
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
128370
বাকপ্রবাস লিখেছেন : আমি সরমিন্দা হইয়া গোলাপ গাছ লাগাইলেম
মেডাম এর শরম নাই তাই শুধু মাপ দেন
175097
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৪
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
128371
বাকপ্রবাস লিখেছেন : হা হা আমারও হাসি পাই, শরিয়তি মাপ দেইখা
175098
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
সিটিজি৪বিডি লিখেছেন : মাথায় টুপি দিয়া কামডা কি করল?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
128372
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
175107
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাট,কাট।
এই সিন কাটা যাক।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
128374
বাকপ্রবাস লিখেছেন : হাতে ধরি কানে ধরি পায়ে ধরি যদি চাও
কাটিং মাষ্টার লোক ভাল জানা ছিল ঠিক তাও
দেখনা মাথায় টুপি শরিয়তি মাপ ঝোক
বাকপ্রবাস লোক খারাপ ব্যাপারটা তাই হোক
ক্ষমা চাই ক্ষমা চাই কার্টিং মাষ্টার লোক ঠিক
আমি কিছু দেখিনাই বুবু জান মাপ দিক
175111
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : কি রস দিয়ে যে লেখছেন ভাইসাব বার বার পড়তেয়াছি আর হাসতেয়াছি। Big Grin Big Grin
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
128377
বাকপ্রবাস লিখেছেন : আমারও তো একই অবস্থা Rolling on the Floor
175127
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
শেখের পোলা লিখেছেন : মাপামাপি কাটা কাটি
করেনকি সারাদিন!
সামনে পাবলিক,
সাটারটা টেনেদিন৷
ফিতাখানা জব্বর,
মাপনেয় সুক্ষ৷
খোঁজে শুধু মেয়েদের,
ছেলেদের দুঃখ৷
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১১
128361
বাকপ্রবাস লিখেছেন : হাতে ধরি কানে ধরি পায়ে ধরি যদি চাও
কাটিং মাষ্টার লোক ভাল জানা ছিল ঠিক তাও
দেখনা মাথায় টুপি শরিয়তি মাপ ঝোক
বাকপ্রবাস লোক খারাপ ব্যাপারটা তাই হোক
ক্ষমা চাই ক্ষমা চাই কার্টিং মাষ্টার লোক ঠিক
আমি কিছু দেখিনাই বুবু জান মাপ দিক
175240
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : যা কিছু কাটেন ভাল কিন্তু কোথাও যদি বঙ্গবন্ধু বা আওয়ামীলীগ থাকে সেটা কাটবেন না, তাহলে আপনার গলা কাটা হবে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৭
128478
বাকপ্রবাস লিখেছেন : বাটার জিনিস কাটা কি আর সাধে
পিষতে হবে বাটা উটার সাথেRolling on the Floor
১০
175306
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : বাকপ্রবাস ভাই উনি কেঠায় Tongue Tongue Tongue Tongue
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
128575
বাকপ্রবাস লিখেছেন : ছবিটায় পাকিস্থানী ভাব আছে, জানিনা কোথাকার তবে কাটিং মাষ্টর হেব্বি, একদম শরীয়তি মাপ ঝোক চলতাছে
১১
175310
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২২
ইবনে হাসেম লিখেছেন : জব্বর হইছে কইলাম। আকাশ সমান কষ্টের মধ্যে একটু হাসলাম, মন্দ নয়...
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
128644
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ইবনে হাসেম ভাই, একটা সিরিয়াস কথা বলি, যিনি আমাকে ছবিটা ইনবক্স করে দেখাল, উনি বললেন, ছবিটা সবাই দেখছে এত গুনাহর ভাগী আমরা দুইজনই হচ্ছি, আমি বললাম আমার মনে হয় সওয়াব এর ভাগী হচ্ছি, কারন আমি এটা এডিট করে দিয়েছে আর আমি নিজেও যানতামনা এমনটা হয়, এখন শিখলাম আমি আমার প্রজন্মকে শেখাতে পারব এসব চলবেনা, অন্যরাও ব্যাপারটা বুঝবে
১০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
128823
ইবনে হাসেম লিখেছেন : আপনি কিন্তু সিরিয়াস কথায় সিরিয়াস সমাধান দিয়েছেন। পথে হাঁটতে যে কতো সিরিয়াস জিনিষ সামনে আসে, তার থেকে তো কম আছে অন্ততঃ। অবশ্য আপনি যেখানে ওখানে সিরিয়াস জিনিষ তেমন হোঁচট খায়না মনে হয়...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File