পাঁচ টাকায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৮:৪১ সন্ধ্যা
পাঁচ টাকায় ঝালমুড়ি
পাঁচ টাকায় বাদাম
পাচঁ টাকায় বিরানী
চাও যদি গদাম
পাঁচ টাকায় চকলেট
পাঁচ টাকায় আচার
পাচঁ টাকায় বুফে!
দেব তুলে আছার
পাচঁ টাকায় বিড়ি
পাঁচ টাকায় পান
পাচঁ টাকায় চা
সেটা ভুলে যান
পাঁচ টাকায় মিষ্টি নেই
কিংবা সন্দেশ
ওই দেখ বিনে পয়সায়
বিকাচ্ছে দেশ।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গদির বিনিময়ে,
লাশের সিড়ি বেয়ে ,
আছে তারা বেশ।
গদির মূল্য নাই
শুধূ মানুষের জীবনের দাম এখন কমেছে।
একটা সমুচা পাবেন।
পাঁচটাকা কমকি?
আলু পাবে ঝুড়ি ভোরে,
লাশ নেবে কটা?
বিনা দামেমূলা আর,
ধান হলে কাটা৷
বিনামূল্যে লাশ মেলে
মারে হেসে হেসে
মন্তব্য করতে লগইন করুন