নিতান্তই একান্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৯:০১ রাত



ভাষার মাসে সবকিছু বাংলায় হতে হবে এমন বলাটা একটু বাড়াবাড়ি, কারন এমন করাটা আদৌ কি সম্ভব? এই মাসে অনুবাদ শিল্পকে উৎসাহ করা যেতে পারে, তাতে বাংলা আরো সমৃদ্ধ হবে, আর যদি বাংলা থেকে ইংরেজী তথা অন্য ভাষায় অনুবাদ হয় তাহলে বাংলা প্রচার আর প্রসার হবে, আমাদের আরো অনেক ভাষা আছে যাদের আমরা সংখ্যা লঘু কিংবা উপজাতি বলি, পাহাড়ে, গাও গেরামে, তাদের বর্ণমালা আছে হারিয়ে যাবার পথে, এগুলো সংগ্রহ করতে পারি, চর্চা করতে পারি, আদান প্রদান হলে ভাষাই সমৃদ্ধ হবে, এটা গেল বালা বলা কওয়ার বিষয়, চর্চা আরো গভীরে, ভাষার সাথে সম্পৃক্ত সংস্কৃতি, অন্যদের সংস্কৃতি চর্চা করতে করতে এটাকে আমরা বাংলার মধ্যেই ঢুকিয়ে ফেলেছি, এটা দোষের কিছু নয়, এটা করতে হয়ে, এটা স্বাভাবিকতা, কেদারা বলিনা আমরা, চেয়ার বলি, চেয়ারটাই এখন স্বাভাবিক, অপিসে লুংগি পড়িনা, প্যান্ট শার্ট স্বাভাবিক, কথাগুলো বললাম এ কারনে, ভাষার মাস বাংলা বলে আমরা যেন গর্তে ঢুকে না যায়, আমাদের দৃষ্টি যেন পৃথিবী ছাড়িয়ে যায়, হোক অন্যের সংস্কৃতি, যদি মংগল জনক হয় আর স্বাভাবিকতা অর্জন করে তাহলে আমরা কি স্বাগতম জানাবনা? তাহলেতো থমকে যাবে সমাজ সংস্কৃতি সভ্যতা........................

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173064
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাষার মাসে যদি বানিজ্য মেলায় যান দেখবেন সব দেশিয় প্রতিষ্ঠান এর রিসিট ইংরেজিতে। এই বিষয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন তা হলো "ইন্টারন্যাশনাল স্ট্যানডার্ড"। আমরা যতক্ষন হীনমন্যতা বোধ মুক্ত হতে পারবোনা আমরা কোন দিকেই এগিয়ে যেতে পারবোনা।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
126656
বাকপ্রবাস লিখেছেন : আমার কাছে যেটা প্রাধান্য পায় তা হর স্বাভাবিকতা, উচ্চারণ এর ক্ষেত্রে এর ধরনটা হল এমন, যেসব শব্দ উচ্চারণে স্বর ভেংগে যায় সেসব শব্দের যখন অল্টারনেটিভ পাওয়া যায় তখন সেটা ধরে রাখা মুসকিল হয়ে যায়, আর একটা ব্যাপার হলো নিজের কাছে ভাল শব্দ আছে কিন্তু ইংরেজীতে বা অন্য ভাষায এটার ব্যাবহার যে তখন বাংলার চাইতে ভিন ভাষার শব্দটাই প্রাধন্য পায়, মোট কথা হল শব্দগুলো নিজেদের মধ্যেই প্রতিযোগীতা যেটা টিকে যাবে সেটাই স্বাভাবিকতা, সংস্কৃতির ক্ষেত্রেও তাই, হাটা চলা, বস্ত্র অস্ত্র সবগুলো নিজেদের মধ্যে প্রতিযোগীতা হবে এবং স্বাভাবিক ভাবেই যার জয় হবে তাকে মেনে নিতে হবে, তবে একটা সর্ত আছে, সেটা যেন কোন ভাবেই অমংগল জনক না হয়, অধর্ম না হয়, তাহলে সেটা স্বাভাবিকতা হলেও তাকে রোধ করার চেষ্টা করতে হবে, এবার আসুন রেসিপি, শব্দগুলো যদি ইংরেজি প্রাধান্য পায় তাহলে আমাদের ওই ছাছে ফেলতে হবে, এখানে, অন্যায়, অন্যায্য, অধর্ম এসব ছাছ দিয়ে ছেকে দেখতে হবে, যদি অনুচিত মনে হয় তাহলে তাকে রোধ করতে হবে অবশ্যই
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
126679
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরিভাষা নিয়ে সোনারবাংলাদেশ এ একবার একটি পোষ্ট দিয়েছিলাম। ইংরাজি ভাষার শতকরা ৬০ ভাগ শব্দই কিন্তু অন্যভাষা থেকে নেয়া। আমরা একদিকে পরিভাষা সৃষ্টির নামে বাংলাকে কঠিন করে তুলছি অন্যদিকে বাংলাভাষায় করার সুযোগ থাকলেও ইংরেজিকে প্রাধান্য দিচ্ছি।
173073
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
আজব মানুষ লিখেছেন : ভাষার মাসে সবকিছু বাংলায় হতে হবে এমন বলাটা একটু বাড়াবাড়ি, কারন এমন করাটা আদৌ কি সম্ভব?
এমন দাবী করাটাও বোকামী। তবে প্রমিত ভাষাকে আমাদের সর্বক্ষেত্রে প্রচলন ঘটানো উচিত। ইংরেজি চর্চা আমরা করবো কিন্তু মাতৃভাষার যথাযথ মর্যাদা নিশ্চিতের পর
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
127378
বাকপ্রবাস লিখেছেন : নানার উপ্রে কথা নাই
173109
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
নীল জোছনা লিখেছেন : আজব মানুষ লিখেছেন : ভাষার মাসে সবকিছু বাংলায় হতে হবে এমন বলাটা একটু বাড়াবাড়ি, কারন এমন করাটা আদৌ কি সম্ভব? এমন দাবী করাটাও বোকামী। তবে প্রমিত ভাষাকে আমাদের সর্বক্ষেত্রে প্রচলন ঘটানো উচিত। ইংরেজি চর্চা আমরা করবো কিন্তু মাতৃভাষার যথাযথ মর্যাদা নিশ্চিতের পর
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
127380
বাকপ্রবাস লিখেছেন : নানা মুরুব্বি মানুষ উনার উপ্রে কথা নাই যা কইবেন জ্বি নানা হক কথা
173488
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১০
নূর আল আমিন লিখেছেন : we proud me bangali আমি কিন্তু বাংলায় কৈছি
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭
127384
বাকপ্রবাস লিখেছেন : আই সি বুইজ্জালাইসি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File