নিতান্তই একান্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৯:০১ রাত
ভাষার মাসে সবকিছু বাংলায় হতে হবে এমন বলাটা একটু বাড়াবাড়ি, কারন এমন করাটা আদৌ কি সম্ভব? এই মাসে অনুবাদ শিল্পকে উৎসাহ করা যেতে পারে, তাতে বাংলা আরো সমৃদ্ধ হবে, আর যদি বাংলা থেকে ইংরেজী তথা অন্য ভাষায় অনুবাদ হয় তাহলে বাংলা প্রচার আর প্রসার হবে, আমাদের আরো অনেক ভাষা আছে যাদের আমরা সংখ্যা লঘু কিংবা উপজাতি বলি, পাহাড়ে, গাও গেরামে, তাদের বর্ণমালা আছে হারিয়ে যাবার পথে, এগুলো সংগ্রহ করতে পারি, চর্চা করতে পারি, আদান প্রদান হলে ভাষাই সমৃদ্ধ হবে, এটা গেল বালা বলা কওয়ার বিষয়, চর্চা আরো গভীরে, ভাষার সাথে সম্পৃক্ত সংস্কৃতি, অন্যদের সংস্কৃতি চর্চা করতে করতে এটাকে আমরা বাংলার মধ্যেই ঢুকিয়ে ফেলেছি, এটা দোষের কিছু নয়, এটা করতে হয়ে, এটা স্বাভাবিকতা, কেদারা বলিনা আমরা, চেয়ার বলি, চেয়ারটাই এখন স্বাভাবিক, অপিসে লুংগি পড়িনা, প্যান্ট শার্ট স্বাভাবিক, কথাগুলো বললাম এ কারনে, ভাষার মাস বাংলা বলে আমরা যেন গর্তে ঢুকে না যায়, আমাদের দৃষ্টি যেন পৃথিবী ছাড়িয়ে যায়, হোক অন্যের সংস্কৃতি, যদি মংগল জনক হয় আর স্বাভাবিকতা অর্জন করে তাহলে আমরা কি স্বাগতম জানাবনা? তাহলেতো থমকে যাবে সমাজ সংস্কৃতি সভ্যতা........................
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন দাবী করাটাও বোকামী। তবে প্রমিত ভাষাকে আমাদের সর্বক্ষেত্রে প্রচলন ঘটানো উচিত। ইংরেজি চর্চা আমরা করবো কিন্তু মাতৃভাষার যথাযথ মর্যাদা নিশ্চিতের পর
মন্তব্য করতে লগইন করুন