বুঝা পড়ার ভুল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫১:৩৩ দুপুর

যদি সে তোমায় দেখে পিক করে হাসবে
যা বুঝার তা বুঝবে
যদি সে আসতে যেতে টুক করে কাশবে
যা বুঝার তা বুঝবে
যদি তার চোখের পলক তিড়িং বিড়িং নাচবে
যা বুঝার তা বুঝবে
যদি সে এটা সেটা খুঁজতে গিয়ে তোমার কাছে আসবে
যা বুঝার তা বুঝবে
যদি সে একলা ঘরে মন আনন্দে গাইবে
যা বুঝার তা বুঝবে
যদি সে আসি বলে লাল শাড়িটা পড়বে
যা বুঝার তা বুঝবে
বুঝা পড়ার ভুল ছিল তা ভুলটা যেদিন ভাংবে
আসল বুঝা বুঝবে
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ২৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
Blade / Residential Evil/ Vampires
কিছু একটা ঘটেছে।
তানাহলে এমন কবিতা
জাতির সামনে আসার কথানো
১,বক পিড়িত। =১০০
২, ঠগ পিড়িত । = ২০০
৩, মগ পিড়িত। = ৩০০
৪, পক পিড়িত।= ৪০০
আরেকটা নিজেই দেন।
তাহলে কি বুঝব? বলুন তো দেখি.....
তারে বুঝাই কি করে?
নাকি পরান আছে কইলজা নায় হা হা
মন্তব্য করতে লগইন করুন