এই বেশ ভাল আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০২:১৭ দুপুর
তুমি যখন বললে আমায় ভীষণ ভাল বাসি
সব ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে আসি
তুমি যখন করলে আবার ভীষণ হাসা হাসি
সব বুঝেছি ভাবছ আমায় ভাল বাসার দাসি
তুমি যখন হাত ছেড়ে অন্যের হাত ধরে
আমার তখন ইচ্ছে হল যাই দুনিয়া ছেড়ে
সেই থেকে ছাড়লাম আমি ভাল বাসা বাসি
এই বেশ ভাল আছি জীবন হাসি খুশি
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন