পু...........ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:২৯:২২ বিকাল
কেউ হাসে পিক করে
কেউ মারে ভেটকি
কেউ বলে গন্ধ কিসের
মরা ইদুর, সুটকি
কেউ লুকায় মুখ লাজে
কেউ সাজে পার্লারে
কেউ বলে বাজে কথা
বায়ূ দূষণ কে ছাড়ে
আমি না আমি না
উজির নাজির কেউ না
প্রধনামন্ত্রী হেসে বলে
দোষের কিছু দেখিনা
ঢুষঢাষ ঠুসঠাস
শুরু হল সেই থেকে
মারে মারে পুত পুত
কে দেবে কার আগে
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত ঘন ঘন দিলে কেউ খাচ্ছে না ভায়া
অভ্যাস হয়ে গেছে, লিখে সাথে সাথে পোষ্ট মারি, জমা থাকলে বের হয়না, ছেড়ে দিলে আবার বের হয়
মন্তব্য করতে লগইন করুন