ভাবীর হাতের কেক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৯:১০ রাত
দেখ তোরা চাইয়া চাইয়া দেখ
ভাবী জানে বানাল এক ঘরে বসে কেক
ভাইয়া খেয়ে পাগল হবার জোগাড়
এমন মজা পাইনি কভু আর
লবণ যদিও হয়নি দেয়া ভুলে
খাচ্ছে ভাইয়া ভাবির হাত চুলে
কিসমিসটা দেয়া হয়নি ইস
নিজেকে তাই বলল ভাবি রাবিস
খাওয়া শেষে ভাইয়া ঢেকুর তুলে
ভাগ্য ভাল ঠিক সময়ে গিয়েছিল ঝুলে
কার জোটে এমন গুণবতি বউ
লবণ চিনি দেয়া হয়নি মিষ্টি হল তা-ও
সূত্রপাত ব্লগার নেহায়েৎ : Click this link
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে লবন ব্যতীতই।
তবু ভাল।
লাগছিল খিদা
কেক খেয়ে টাল
খেয়ে বলে ঝাল
যদি আবার কারো মুখ ছোটে
লবন দেয়নি তাতে হয়েছে কি
লবন কম দিয়েছে সবাইকে দেয়ার জন্য
আমা খান কোথায়?? কোথায়?? কোথায়??
ভাবির ভীষণ ভক্ত
মাগনা খানা পা্ও কি
নরম রে কও শক্ত
ভালো কবিতা
সবই আমি বুঝি তা
এই কেক কি সামুতে পরিবেশন করা হয়েছে ?
তাই দেয়া হয়না
মন্তব্য করতে লগইন করুন