চাচা এবার ক্রিকেট খেলার মাঠে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৪, ০৪:২২:২৭ বিকাল
গল্ফ ছেড়ে চাচা ক্রিকেট মাঠে
ট্রাই করছে বলে আর ব্যাটে
চাচা আবার ক্রিকেট খেলার পোক
চার নয় ছক্কার দিকেই ঝোক
ওয়ানডে খেলার সময় এখন নয়
টেষ্ট হলে একটু ভাল হয়
খেলবে চাচা দিনের পর দিন
রেকর্ড নিয়ে শংকায় আছে শচিন
চাচী বলে কিসের মধ্যে কি!
চাচা তোমার পেয়েছে এক সাথী
চলবে টেষ্ট মাসের পর মাস
দেখছে চাচী নিজের সর্ব নাস
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন
Click this link
চাচা চাচীর অঙ্গনে,
জড়িয়ে গেল চাচার নাতীন
চাচার বাহু বন্ধনে৷
নতুন চাচী, মারবে মাছি
চাচার নাকে বসবে যেই,
পুলকিত হয়ে চাচা নাচবে
শুধু তা ধেই ধেই৷
নাচে নতুন চাচী
পুরান চাচী কাইন্দা মরে
কি করে বাচী
ওদের টিপিক্যাল ব্লগারদের গায়ে মনে হয় কোন ধরনের সেন্সর লাগানো থাকে ।
জামায়াত ঘেষা কাউকে পেলেই সেন্সরটা সিগনাল দেওয়া শুরু করে ।
বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামুতে গিয়ে ব্লগিং করা বিশাল এক সামাজিক স্ট্যাটাস বহন করে ।
দুঃখের বিষয়,ওদের জাশি নিয়ে ভীষণ চুলকানী আছে । গালি না খেয়ে/ ট্যাগ না পেয়ে কেউ আসতে পারে নাই ।
মন্তব্য করতে লগইন করুন