পেট্রোল বোমায় নিরিহ পথচারীর মৃত্যু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:৫২:২১ রাত
লাশটা রাস্তায় পড়ে ছিল, সবাই তাকিয়ে আছে, কেউ জানেনা কার লাশ কোথা থেকে এল
কোন এক পত্রিকার রিপোর্টার তার রিপোর্ট জমা দিল একটা নির্দিষ্ট মৌলবাদী দল যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল তাদের অংগ সংগঠন এর নিক্ষিপ্ত পেট্রোল বোমায় পথচারীর মৃত্যু....
পত্রিকার ক্রাইম সম্পাদক ছাপানোর আগে ভাবছিল এই রিপোর্ট নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে, তাদের প্রশ্নের জবাবগুলো একটু আগে থেকেই গুছিয়ে নিলে ভাল হয়, আর যাতে ভিন্ন জনে ভিন্ন জবাব না দেয় তার জন্য একটা ট্রায়াল ও হয়ে যাক সেটা ভেবে রিপোর্টারকে ডেকে পাঠালেন
-আচ্ছা আপনি ঘটনাটা একটু খুলে বলুন, কিভাবে পথচারীর মৃত্যুটা হয়েছে, পেট্রোল বোমায় নিশ্চয়, না হলেতো মৃত্যু হবার কথা না
=জি আপনি ঠিক বলেছেন, এটা নিশ্চিত পেট্রোল বোমায় নিরিহ পথচারীর মৃত্যুটা হয়েছে, তবে কে মেরেছে সেটা তদন্ত হচ্ছে, আপাতত শ দুয়েক এলকাবাসীর নামে মামলাটা হচ্ছে পরবর্তীতে খুঁজে বের করা হবে কারা কারা জড়িত, পুলিশ এ ব্যাপারে খুবই তৎপর, আশা করি দুই একদিনের মধ্যে এলাকার অনেকেই গ্রেফতার হবে
-আচ্ছা গতকাল তো কোন রাজনৈতিক কর্মসুচী ছিলনা এবং মিছিল মিটিং ও ছিলনা, তাহলে পেট্রোল বোম আসল কোথা থেকে?
= ছিলনা কিন্তু হবার তো কথা, আসলে তারা এখন খুবই কোনঠাসা, করতে পারছেনা, তারা রাস্তায় নামলেই সরকার এ্যাকশানে যাচ্ছে, ডাইরেক্ট ফায়ার, তাই তারা নামতে পারছেনা, না হলে সরকার খালি মাঠে গোল দিয়ে গেল তারা আন্দোলন করবেনা তা কি হয়, এটা কি জনগণ বিশ্বাস করবে? কখ্খনো না, সুতরাং তার মিছিল মিটিং করতে পারেনি তাই করেনি, করতে পারলে গতকাল অবশ্যই করত, এবং তারা মিছিল মিটিং করলে অবশ্যই পেট্রোল বোমা মারত এবং পথচারিটা মারা পড়ত
-বুঝলাম আপনার কথার যুক্তি আছে, আচ্ছা বলুন, লোকটার কি পরিমাণ দাহ্য হয়েছে?
=দাহ্য তো হয়নি
-বলেন কি? একটু্ও জ্বালাও পোড়াও হয়নি!! তাহলে শিরোনাম যে লিখলেন মৌলবাদি গোষ্ঠীর পেট্রোল বোমায় প্রাণ হারাল নিরিহ পথচারী
=দেখুন আপনি বুঝতে পারছেননা, আমার কথাটা, এতক্ষণ আপনাকে কি বুঝালাম, তারাতো মিছিল মিটিং করতে পারেনা, তাই তারা পেট্রোল বোমা মারতে পারেনি, আর তাই পথচারীর শরীরে কোন পোড়া যায়নি, তাই বলে মৌলবাদিরা তাদের দায় এড়াতে পারেনা, তারা যদি সেদিন আন্দোলন করত তাহলে নিশ্চিত পেট্রোল বোমা ছুড়তো আর পথচারিটা সেই পেট্রোল বোমায় দাহ্য হয়ে মারা যেত
-হুম বুঝলাম, রাত অনেক হয়েছে, নিউজটা কাল হিট হবে, আশা করি আমাদের পত্রিকা আগামীকাল খুব বেচা বিক্রি হবে, যান এবার একটু রেষ্ট নিন, সারাদিন খুব পরিশ্রম করেছেন আপনি, খুব ধকল গেছে আপনার, আমিও গেলাম বাসায়, আজকের মতো, ভাল থাকবেন, সাবধানে থাকবেনা, বলাতো যায়না আবার পেট্রোল বোমা উড়ে আসে
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন