আমার দুঃখ আমার সুখ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৪, ১২:০৩:৫৯ দুপুর



কিছু দুঃখবোধ আছে জিইয়ে রাখতে হয়

ফুরিয়ে যাবে তাই মনে লাগে ভয়

দুঃখ যখন ঘুরে ঘুরে বাড়ায় যন্ত্রণা

মনকে বলি বাড়ুক আরো চাইনা সান্তনা।

Rose

কিছু সুখ আছে আসলেই কি সুখ!

নাকি কেবল নিজের সাথে অভিনয় নিখুত

ভয় ভয় ভয় এমন সুখে ভয়

যদি কেউ বুঝে ফেলে সুখের অভিনয়

Rose

পেয়ছ কি সুখের নাগাল দুঃখ মাড়িয়ে

কিনতে কি চায় মন দুঃখ সুখ দিয়ে

আমি কিন্তু দুঃখ পুষি সুখ খুঁজিনা

সুখের আশায় তাই আর দুঃখ বেচিনা।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165747
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
বিন হারুন লিখেছেন : অনেক ভালো লাগলো
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
120011
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল
165803
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Happy ধন্যবাদ Rose
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
120012
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
166084
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন :
সবাইতো সুখি হতে চায়
কেও পায়,কেও পায়না।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
120324
বাকপ্রবাস লিখেছেন : এই কবিতা পড়ে লাইনটা এমন হওয়া দরকার
সবাইতো দুখি হতে চায়
কেও পায়,কেও পায়না।
166192
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
সাইদ লিখেছেন : অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
120326
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সাইদ ভাই খুব করে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File