আমার দুঃখ আমার সুখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৪, ১২:০৩:৫৯ দুপুর
কিছু দুঃখবোধ আছে জিইয়ে রাখতে হয়
ফুরিয়ে যাবে তাই মনে লাগে ভয়
দুঃখ যখন ঘুরে ঘুরে বাড়ায় যন্ত্রণা
মনকে বলি বাড়ুক আরো চাইনা সান্তনা।
কিছু সুখ আছে আসলেই কি সুখ!
নাকি কেবল নিজের সাথে অভিনয় নিখুত
ভয় ভয় ভয় এমন সুখে ভয়
যদি কেউ বুঝে ফেলে সুখের অভিনয়
পেয়ছ কি সুখের নাগাল দুঃখ মাড়িয়ে
কিনতে কি চায় মন দুঃখ সুখ দিয়ে
আমি কিন্তু দুঃখ পুষি সুখ খুঁজিনা
সুখের আশায় তাই আর দুঃখ বেচিনা।
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাইতো সুখি হতে চায়
কেও পায়,কেও পায়না।
সবাইতো দুখি হতে চায়
কেও পায়,কেও পায়না।
মন্তব্য করতে লগইন করুন