টেকনাফের বদি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জানুয়ারি, ২০১৪, ০২:১০:১৪ দুপুর
টেকনাফের বদি, ভাল হত যদি
করতনা আর লীগ
ইয়াবা খেতনা, চাইলেও পেতনা
জনতা পাবলিক।
টেকনাফের বদি, মানুষ হতো যদি
কত ভাল হতো
কত শত প্রতিবেশী, থেকে যেত মিলেমিশি
নিশ্চিন্তে ঘুমাত।
টেকনাফের বদি, ছাড়ত যদি
সন্ত্রাসের ত্রাস
কিযে মজা হত, টেকনাফে হয়ে যেত
পর্যটন বিলাস।
টেকনাফের বদি, মরে যেত যদি
বয়ে যেত মিষ্টির বন্যা
আহা কি মজা, আমরা সবাই রাজা
মাদক সন্ত্রাষ আর না।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাদ বাক্যটি কি আবার স্মরণ করায়ে দিচ্ছেন?
বদি আলমের জন্মদিন
মন্তব্য করতে লগইন করুন