ভাতে মরা ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:৪২:০০ রাত



মরার ছড়া কেউ কিনেনা

উল্টা বউয়ের ঝারি

সবাই করে বেচা কেনা

আমার শূণ্য হাড়ি

Big Grin

কেউ বুঝেনা আমার ব্যাথা

শুধু হাত তালি

চলছে সংসার খুড়ে খুড়ে

দিয়ে জোড়া তালি

Big Grin

কেউ রাখেনা মনের খবর

কেউ ভাবেনা আর

কেমন করে চলছে আমার

অধম এর সংসার

Big Grin

মরার ছড়া আর লিখবনা

এটাই শেষ লিখা

যতই বলি আর পারিনা

ছন্দ ছাড়া থাকা

বিষয়: বিবিধ

২০৪০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164971
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
ফেরারী মন লিখেছেন : আপনার কবিতার তুলনা হয় না। অফূর্ব ছমৎকার
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
119298
বাকপ্রবাস লিখেছেন : মাথায় তুলে রাখলাম এটাই আমার পুরষ্কার, ধন্য হলাম
164979
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
বিদ্যালো১ লিখেছেন : vaggish vaat khawar aage porchi ... :D

২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৯
119299
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা মাইর দেখছেন?
164982
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৮
সিটিজি৪বিডি লিখেছেন : কেউ শুনুক আর নাই শুনুক পাখিরা গান গেয়ে যায়
কেউ পড়ুক আর নাই পড়ুক উমামার আব্বা কবিতা শুনিয়ে যায়..
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫০
119300
বাকপ্রবাস লিখেছেন : এই কথাটাই
গিন্নি বুঝলনা হায়
164990
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
সিকদারর লিখেছেন : কবিতা দিয়ে কি ভাই পেট ভরে ?
কবিতা হল মনের খোরাক ।
কবি মরে পাঠক মরে ,
কবিতা মরে না ।
রবি মরেছে নজরুল গিয়েছে
গিয়েছে আরও কত জনা।
কবিতা রয়ে গেছে কবিতার জায়গায় তাই -
বাক প্রবাসের কবিতা লেখা ছাড়া যাবে না।
আমি চলে যাব আপনিও তাই..।
রয়ে যাবে যা দিয়েছেন
পাঠক মনের কবিতার খোরাকটাই।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫১
119301
বাকপ্রবাস লিখেছেন : সিকদার ভাই জিন্দাবাদ
চলুক ছড়া
ডিসিশান বাদ
164992
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
মারজান বিন ছনা লিখেছেন : লেখা কিন্তু ছাড়া যাবে না Shame On You Shame On You Shame On You Shame On You

২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫২
119302
বাকপ্রবাস লিখেছেন : চলবে ছড়া চলবে
যে যাই বলবে
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
119660
মারজান বিন ছনা লিখেছেন : চলবে ছড়া চলবে
যে যাই বলবেHappy
164993
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
শেখের পোলা লিখেছেন : ছন্দ আছে গাছের পাতায়,
ছন্দ আছে বায়,
ছন্দ আছে নদীর ঢেউয়ে,
ঝর্ণা বয়ে যায়৷
ঝড় তুফানে ছন্দ আছে,
ছন্দ আছে গানে,
ছন্দ দিয়ে কোরাণ পড়া,
কারী সাহেব জানে৷
ছন্দ ছাড়া মন্দ হবে,
শেখের পোলা কয়,
ছন্দ যেন আগের মতই,
ব্লগ বাগানে রয়৷
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৪
119303
বাকপ্রবাস লিখেছেন : ছন্দ আছে বউয়ের কন্ঠে
কি জামাই জুটলো
কপালে তাই হাত চাপড়ে
মরন হয়না কেন ল
কাম নাই কামাই নাই
নাই ভাতের হাড়ি
এমন জামাই জুটল কপালে
এখন কি করি
165014
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৭
নকীব কম্পিউটার লিখেছেন : বাকপ্রবাস মোদের হাবীব ভাই
আপনার কবিতার জুড়ি নাই।

বাতিল বিরোধী কবিতা লিখবেন আশা করি
আমাদের ছেড়ে যাবেন না সেই আশা করি।

আপনার কবিতা আমরা মনযোগ দিয়ে পড়ি
যখন লিখা বন্ধ করবেন বলেন মোরা লজ্জায় মরি।

কষ্ট দিয়ে মোদের যদি আপনি শান্তি পান
তাহলে প্রবাস ছেড়ে দেশে পাড়ি জমান।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৬
119304
বাকপ্রবাস লিখেছেন : নকীব কম্পিউটার ভাই
ভরসা দিছে তাই
চলবে ছড়া ছন্দে
লিখব মনোনান্দে
বউ চিল্লাক তার মতো
চলবে ছড়া অবিরত
165027
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালই হয়েছে।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৭
119305
বাকপ্রবাস লিখেছেন : প্রিন্সিপাল যখন বলেছে
তাহলে এটা ছড়া হয়েছে
165035
২০ জানুয়ারি ২০১৪ রাত ১১:০১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৭
119306
বাকপ্রবাস লিখেছেন : Good Luck ধন্যবাদ লইবেন
১০
165088
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
ভিশু লিখেছেন : খুব ভাল্লো!
ছর্ড়া আপনাকে ছাড়লো নাহ!
ছড়া মানুষ চিনে... Angel Good Luck Happy Rose
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
119307
বাকপ্রবাস লিখেছেন : সবাইতো চিনল
চিনলনা সে
তাই বলে বলবেন না
সে আবার কে?
১১
165363
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছড়া লেখা ছাড়া
চলবে না, চলবে না...
বউ এটা গেলে দশটা মিলবে।
কিন্তু ছড়া লেখার প্রতিভা আর মিলবে না।
প্রয়োজনে আমরা আপনার জন্য নতুন বউ অনুসন্ধান কমিটি বসাব।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
119551
বাকপ্রবাস লিখেছেন : বউ বলেছে সংসার করতে
ছড়া লিখা চলবেনা
হাংকি পাংকি করলে বেশী
পিঠের চামড়া রাখবেনা

বউ যে আমার ভীষণ কড়া
কথায় কথায় হামবড়া
তবু তারে লাগে ভাল
বললেই কি আর যায় ছাড়া

রেল লাইনে বডি দেব
মাথা দেবনা
বউ বলেছে ইনকাম চাই
ছড়া লিখা চলবেনা
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৪
119678
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বললাম তো ভাই আরেকটা দেখব।
তবুও ছড়া চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File