ভাতে মরা ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:৪২:০০ রাত
মরার ছড়া কেউ কিনেনা
উল্টা বউয়ের ঝারি
সবাই করে বেচা কেনা
আমার শূণ্য হাড়ি
কেউ বুঝেনা আমার ব্যাথা
শুধু হাত তালি
চলছে সংসার খুড়ে খুড়ে
দিয়ে জোড়া তালি
কেউ রাখেনা মনের খবর
কেউ ভাবেনা আর
কেমন করে চলছে আমার
অধম এর সংসার
মরার ছড়া আর লিখবনা
এটাই শেষ লিখা
যতই বলি আর পারিনা
ছন্দ ছাড়া থাকা
বিষয়: বিবিধ
২০৪০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ পড়ুক আর নাই পড়ুক উমামার আব্বা কবিতা শুনিয়ে যায়..
গিন্নি বুঝলনা হায়
কবিতা হল মনের খোরাক ।
কবি মরে পাঠক মরে ,
কবিতা মরে না ।
রবি মরেছে নজরুল গিয়েছে
গিয়েছে আরও কত জনা।
কবিতা রয়ে গেছে কবিতার জায়গায় তাই -
বাক প্রবাসের কবিতা লেখা ছাড়া যাবে না।
আমি চলে যাব আপনিও তাই..।
রয়ে যাবে যা দিয়েছেন
পাঠক মনের কবিতার খোরাকটাই।
চলুক ছড়া
ডিসিশান বাদ
যে যাই বলবে
যে যাই বলবে
ছন্দ আছে বায়,
ছন্দ আছে নদীর ঢেউয়ে,
ঝর্ণা বয়ে যায়৷
ঝড় তুফানে ছন্দ আছে,
ছন্দ আছে গানে,
ছন্দ দিয়ে কোরাণ পড়া,
কারী সাহেব জানে৷
ছন্দ ছাড়া মন্দ হবে,
শেখের পোলা কয়,
ছন্দ যেন আগের মতই,
ব্লগ বাগানে রয়৷
কি জামাই জুটলো
কপালে তাই হাত চাপড়ে
মরন হয়না কেন ল
কাম নাই কামাই নাই
নাই ভাতের হাড়ি
এমন জামাই জুটল কপালে
এখন কি করি
আপনার কবিতার জুড়ি নাই।
বাতিল বিরোধী কবিতা লিখবেন আশা করি
আমাদের ছেড়ে যাবেন না সেই আশা করি।
আপনার কবিতা আমরা মনযোগ দিয়ে পড়ি
যখন লিখা বন্ধ করবেন বলেন মোরা লজ্জায় মরি।
কষ্ট দিয়ে মোদের যদি আপনি শান্তি পান
তাহলে প্রবাস ছেড়ে দেশে পাড়ি জমান।
ভরসা দিছে তাই
চলবে ছড়া ছন্দে
লিখব মনোনান্দে
বউ চিল্লাক তার মতো
চলবে ছড়া অবিরত
তাহলে এটা ছড়া হয়েছে
ছর্ড়া আপনাকে ছাড়লো নাহ!
ছড়া মানুষ চিনে...
চিনলনা সে
তাই বলে বলবেন না
সে আবার কে?
চলবে না, চলবে না...
বউ এটা গেলে দশটা মিলবে।
কিন্তু ছড়া লেখার প্রতিভা আর মিলবে না।
প্রয়োজনে আমরা আপনার জন্য নতুন বউ অনুসন্ধান কমিটি বসাব।
ছড়া লিখা চলবেনা
হাংকি পাংকি করলে বেশী
পিঠের চামড়া রাখবেনা
বউ যে আমার ভীষণ কড়া
কথায় কথায় হামবড়া
তবু তারে লাগে ভাল
বললেই কি আর যায় ছাড়া
রেল লাইনে বডি দেব
মাথা দেবনা
বউ বলেছে ইনকাম চাই
ছড়া লিখা চলবেনা
তবুও ছড়া চাই।
মন্তব্য করতে লগইন করুন