যাত্রা বিকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩২:০৬ সন্ধ্যা

যায় দেশ ভেসে যায়

শাহবাগ এর চেতনায়

কি চাই বুঝা দায়

ফাঁসি চাই কথায় কথায়

@

আকারে ইংগিতে

ভাব আর ভংগিতে

কোথায় যেন গড়মিল পাই

ভাবতে গিয়ে পড়ি দোটনায়

@

ভয়ে আছি হয়তো!

বাকশাল নয়তো!

শাহবাগের আড়ালে উকি দিয়ে যায়

যেদিকে তাকায় বাকশালের ঘ্রাণ পায়

@

ব্যাংক চোর হাইজেকার

সেও বলে রাজাকার

সন্দেহটা এখানেই দানা বাঁধতে চায়

জাতির পিতা বলেছিল আমার কম্বল নাই

@

শাহবাগের চেতনা

বাড়ে যদি যাতনা

বিচার আচার মানিনা শুধু ফাঁসি চাই

এক মাঘে যায়না শীত জানিতো সবাই

@

হিংসার বীজ বুনে

যদি যাও দিন গুণে

যতোই ভাবো সামনে এগিয়ে যাই

ত্রিনয়নে তাকালে উল্টো দেখতে পাই

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File