প্রেস নোট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:২৯:১৬ রাত
জুতার ভিষণ বাড় বেড়েছে কেবল উড়তে চাই
আস্তিক দেখলে পায়ের তলায় নাস্তিকের মাথায়
জুতারতো নাই জাত ভেদ যখন যার পায়ে
তবুও কেন দেখলে ভাদা আসতে চায় ধেয়ে
সেই যে খেল শাহাজাহান তারপর ঠেলা বাবা
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান হইল এবার হাবা
ভাবল জুতা পায়ের জিনিস আসবে নাকি মুখে
জুতা ঠিকই ভাদার হিসেব দিল তাকে চুকে
জয় বাংলা জুতা সামলা বাড় বেড়েছে ভীষণ
ধারছেনা সে মান ইজ্জত ভাদার আইন কানুন
সে কেবল ক্ষণে ক্ষণে উড়ে উড়ে হাসে
জুতা বিক্রি বন্ধ তাই প্রেস নোট আসে
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন পোস্ট না দিয়েই না পড়ার অভিযোগ আনা আইনত গোসসানীয় অপরাধ, হা হা হা। তাই বললাম আর কি।
রাস্তায় পুলিশের চেকপোস্ট বসছে। বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি চলছে।
তল্লাশিকালে একজনের ব্যাগের মধ্যে একজোড়া ময়লা জুতা দেখে পুলিশ জিজ্ঞাসা করলো,আপনি ব্যাগের ভিতর ময়লা জুতা কেন রেখেছেন??
লোকটি জবাব দিল, "বিএনপি'র নেতাদের পাইলে এই জুতা মারমু!!!!"
রাগতস্বরে পুলিশ বলে, "তুই থানায় চল......... হালার পো, তুই আমাগোরে ভুদাই পাইছস!!!! আমারা জানি তুই কোন দলের নেতাদের জুতা মারার জন্য ব্যাগে জুতা রাখছস????
হা হা হা...... সংগ্রহীত।
কার কপালে জুটবে এসে৷
বুশকে দিয়ে বউনি হল,
শাহ জাহান মিয়াও ভাগ বসালো৷
সেদিন মোদের মখা খেলো,
সাইফুজজামান আজকে পেল৷
স্টক সীমিত জলদি বলুন,
একে একে লাইন ধরুন৷
নাকি ডাইরেকন্ট হাসি না
মন্তব্য করতে লগইন করুন