আমি আছি ভাল নেই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৪, ১২:০১:৫২ দুপুর
তোমার দেয়া পাঞ্জাবীটা আজও তেমন নীল
তোমার দেয়া স্বপ্নগুলো ঠিক তেমনি স্বপ্নীল
তোমার বলা কথাগুলো আজও কানে বাজে
আজও আমি ভুল করে পথ চলি মাঝে মাঝে
আজও আমার রাত্রি জাগা একা একা একা
আজও আমার স্বপ্ন দেখা হয় যদি দেখা
আজও আমার ইচ্ছে করে ঘড়ির কাটা ঘুরে
তোমারও কি হয় কখনো আমার মতো করে?
তোমারও কি ইচ্ছে করে কেমন আছি জানতে
তোমারও কি ইচ্ছে হয় নিরালায় বসে কাঁদতে?
তোমারও কি মনের ভেতর হয় কখনো ভুলে
আমার যেমন হৃদয় জুড়ে আজও ঝড় তোলে
আজও আমি সেই পাঞ্জাবীটা আকড়ে ধরে আছি
আজও আমি মিছে আশায় আজও বেঁচে আছি
হয়তো অনেক যোজন দূরে হয়তো কাছাকাছি
হয়তো তুমি ভালই আছ আর আমি কষ্টে আছি
আসবে ফিরে তুমি আাবার সেটা তবে চাইনা
আবার কেউ কষ্ট পাক তা কখনো হয়না
আমার এখন ভালই লাগে কষ্ট পেতে পেতে
আবার সেই দিনগুলোতে উকি ঝুকি দিতে
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার পক্ষ থেকে-
মনের এমন আকুতি মাখা বাক্য কেন আজি
কষ্ট হলে তোমার কাছে উড়াল দিতে রাজি।
আবার কেউ কষ্ট পাক তা কখনো হয়না
আমার এখন ভালই লাগে কষ্ট পেতে পেতে
আবার সেই দিনগুলোতে উকি ঝুকি দিতে
তোমার কষ্টের অনুভুতি বৃষ্টি হয়ে ঝরে
ফেলে আসা দিন যে এখন আমারও মনে পড়ে
তাইতো আমি উড়াল দিয়ে আসতে চাচ্ছি আবার
যতই ঠেলে ফেলে দেই স্মৃৃতি তবুও তুমি লাভার!
তোমার মনের সেই সব স্মৃতি
যেদিন তুমি গিয়েছিলে চলে কিছুই না বলে
সেই থেকে কষ্টে আছি তবুও চাইনা তোমাকে ভুলে
ইচ্ছে করে সারা রাত ভেবে ভেবে যায়
নাটক দেখি, লিখালিখি আর আছে ভাবনা
লিখে লিখ তৃপ্তি পাই গহীন মনের কল্পনা
কি চমৎকার
তার ভাবের প্রকাশ।
খুবই ভালো লাগল, আরো চাই, আরো চাই।
মন্তব্য করতে লগইন করুন