আমি আছি ভাল নেই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৪, ১২:০১:৫২ দুপুর



তোমার দেয়া পাঞ্জাবীটা আজও তেমন নীল

তোমার দেয়া স্বপ্নগুলো ঠিক তেমনি স্বপ্নীল

তোমার বলা কথাগুলো আজও কানে বাজে

আজও আমি ভুল করে পথ চলি মাঝে মাঝে

Rose

আজও আমার রাত্রি জাগা একা একা একা

আজও আমার স্বপ্ন দেখা হয় যদি দেখা

আজও আমার ইচ্ছে করে ঘড়ির কাটা ঘুরে

তোমারও কি হয় কখনো আমার মতো করে?

Rose

তোমারও কি ইচ্ছে করে কেমন আছি জানতে

তোমারও কি ইচ্ছে হয় নিরালায় বসে কাঁদতে?

তোমারও কি মনের ভেতর হয় কখনো ভুলে

আমার যেমন হৃদয় জুড়ে আজও ঝড় তোলে

Rose

আজও আমি সেই পাঞ্জাবীটা আকড়ে ধরে আছি

আজও আমি মিছে আশায় আজও বেঁচে আছি

হয়তো অনেক যোজন দূরে হয়তো কাছাকাছি

হয়তো তুমি ভালই আছ আর আমি কষ্টে আছি

Rose

আসবে ফিরে তুমি আাবার সেটা তবে চাইনা

আবার কেউ কষ্ট পাক তা কখনো হয়না

আমার এখন ভালই লাগে কষ্ট পেতে পেতে

আবার সেই দিনগুলোতে উকি ঝুকি দিতে

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163529
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
আবু আশফাক লিখেছেন : -
তার পক্ষ থেকে-
মনের এমন আকুতি মাখা বাক্য কেন আজি
কষ্ট হলে তোমার কাছে উড়াল দিতে রাজি।
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
117758
বাকপ্রবাস লিখেছেন : আসবে ফিরে তুমি আাবর সেতো আর চাইনা
আবার কেউ কষ্ট পাক তা কখনো হয়না
আমার এখন ভালই লাগে কষ্ট পেতে পেতে
আবার সেই দিনগুলোতে উকি ঝুকি দিতে
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
117760
বাকপ্রবাস লিখেছেন : মন্তব্যের এই লাইনগুলোও এড করে দিলাম
163539
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩২
আবু আশফাক লিখেছেন : তার পক্ষ থেকে-
তোমার কষ্টের অনুভুতি বৃষ্টি হয়ে ঝরে
ফেলে আসা দিন যে এখন আমারও মনে পড়ে
তাইতো আমি উড়াল দিয়ে আসতে চাচ্ছি আবার
যতই ঠেলে ফেলে দেই স্মৃৃতি তবুও তুমি লাভার!
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
117780
বাকপ্রবাস লিখেছেন : জানিনা কতটা সত্য আর কতটা মেকি
তোমার মনের সেই সব স্মৃতি
যেদিন তুমি গিয়েছিলে চলে কিছুই না বলে
সেই থেকে কষ্টে আছি তবুও চাইনা তোমাকে ভুলে
163540
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লেখা। ধন্যবাদ।
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
117781
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জুলফিকার ভাই Good Luck Good Luck
163541
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
রাইয়ান লিখেছেন : কি হয়েছে ভাইয়া ? ভুল করে ঝগড়া করে ফেলেছিলেন ? ভাবির রাগ ভাঙ্গেনি এখনো ?
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৫
117774
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : বিয়ে করেনাইত- কি যে বলেন ভাই-Good Luck
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৩
117782
বাকপ্রবাস লিখেছেন : বৃহষ্পতি রাতে কিযে মজা হায়
ইচ্ছে করে সারা রাত ভেবে ভেবে যায়
নাটক দেখি, লিখালিখি আর আছে ভাবনা
লিখে লিখ তৃপ্তি পাই গহীন মনের কল্পনা
163544
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনি কবিতা গুলা পান কই? দারুন লাগে- চালিয়ে যান--
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৪
117783
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল এনামুল মামুন১৩০৫
163560
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
আলোর আভা লিখেছেন : ভাইজান এত কষ্টের কবিতা !!!ধন্যবাদ ভাইজান
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
117784
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying
163569
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৪
জোবাইর চৌধুরী লিখেছেন : প্রিয় কবি বাকপ্রবাস
কি চমৎকার
তার ভাবের প্রকাশ।

খুবই ভালো লাগল, আরো চাই, আরো চাই।
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
117814
বাকপ্রবাস লিখেছেন : আরো একটা দিচ্ছি উইদিন মিনিট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File