আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫২:৫৪ দুপুর



খাল কেটে আনল কুমির

সাত-ক্ষিরায়,

লাশ ফেটে রক্ত জমাট

ঘর-ভিটায়।

হাসল হাসি সেই রাক্ষুসী

দাতাল-মুখ,

কি ভয়ংকর ছিল তার

মাতাল-সুখ।

আমরা ভয়ে ছিলাম সবাই

চুপ-করে,

সেই রাক্ষুসী ফিরে গেল

পেট-পুরে।

আসবে নাকি সে আবার

ক্ষিধে-পেলে,

ধরবে ঘাড় মটকে সাবার

ফেলবে-গিলে।

হায় আল্লাহ কি উপায়

করব-কি!

এমন করে বোকার মতো

মরব-কি?

রাত জেগে দিতে হবে

ঘর-পাহারা,

করতে হবে রাক্ষুসী কে

দেশ-ছাড়া।

নইলে কিন্তু একে একে

দুদিন-পর,

সেই রাক্ষসী হেসে খেলে

পুরবে-উদর।

না না আর হবেনা

সেই-ঘটনা,

রাক্ষুসী টা আসলে আবার

পার-পাবেনা।

উঠল ফোসে গণ জোয়ার

বাংলার-বুকে,

রাক্ষুসী তার হিসেব এবার

নেবে-চুকে।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163162
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
117514
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
163165
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮
আবু আশফাক লিখেছেন : দারুণ!! চালিয়ে যান, আমরা পড়তে থাকি।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
117515
বাকপ্রবাস লিখেছেন : ধানের চাইতে চিটা বেশী
করবেন জানি হাসাহাসি
তবুও আমি কেন জানি
লিখে যেতে ভালবাসি
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
117545
আবু আশফাক লিখেছেন : -
চিটা নহে পাকা চাউল
আমরা সবাই আউল-বাউল
দেখলে লেখা হয়তো কাশি
তোমার লেখা ভালোবাসি।
163187
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
আহমদ মুসা লিখেছেন : রাক্ষুসিটারে খতম করতে হবে যে কোন উপায়ে। না মানুষ শান্তিতে থাকতে পারবে না।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
117517
বাকপ্রবাস লিখেছেন : উপায় নাই উপায়
সেই রাক্ষুসীর বধ চাই
163291
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
শেখের পোলা লিখেছেন : হঠাৎ করে আসলো কানে
কান নিলো তোর চিল শকুনে,
রামদা হাতে, মাল কাছাতে,
দৌড় দিলাম তার পিছনে৷
আয়রে ধলা, আয়রে কালা,
ঢাল সড়কির যোগাড় কর,
ধনুকে তোর ছিলা পরা,
তীর খানা তোর বাগিয়ে ধর৷
খবর পাঠা মিয়া ভাইয়ে,
ডাক দাদারে ওপার থেকে!
দেখব শালা চিল কোথা যায়!
কেবা পারে বাঁচায় তাকে৷
ইমাম সাহেব তফাৎ যাও,
শুনব ওয়াজ কাজের শেষে,
কি বললে? দেখব খুঁজে,
কান রয়েছে মাথার পাশে?
তাইতো রে ভাই,ভুল হয়েছে,
পরের কথায় লাফিয়ে উঠে,
কানের তালাশ না করিয়া,
চিল শকুনের পিছে ছুটে৷
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৪
117568
বাকপ্রবাস লিখেছেন : কানটাতো ভাই জায়গা মতই আছে
দেশটা খুজি চোখ দুটো বুজে
ওপার হতে সৈন্য আসে এপারের ইশারায়
ভয় হয় দুদিন পরে ঘটনা কোথা দাড়ায়
163383
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৪
শিকারিমন লিখেছেন : ভালো তো !! সুন্দর সুন্দর।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:০০
117670
বাকপ্রবাস লিখেছেন : ভালনা ? ভালোতো!!
163413
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৬
জোবাইর চৌধুরী লিখেছেন : এক কথায় চমৎকার। অনেক ধন্যবাদ।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৭
117693
বাকপ্রবাস লিখেছেন : আমার কাছে খুব ভাল লেগেছে এটা, ধন্যবাদ জোবাইর ভাই, এখন রাত ১.০৭, একটা কবিতা লিখব ভাবছি, রোমান্টিক, আপনাকে অগ্রমি দাওয়াত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File