আফটার ফ্যাক্স লিক / বাকপ্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৩০:৩৩ দুপুর
এখন কি হবে দাদা?
ফ্যাক্সবার্তা ফাস করেছে
কোন হারামজাদা!
আরে ধূর
কিসব বলনা
তোমার দেশের জনগণ
আর জাগবেনা
তবুও দাদা
মনে ভয় ভয় ভয়
না জানি আবার
কি হয় হয় হয়
থাক ওসব কথা
বলব অন্য ক্ষণ
সাতক্ষিরার খবর বল
ঠান্ডা না গরম!
সব ঠিক আছে
গর্তে ঢুকেছে ব্যাঙ
সংখ্যালঘু ইস্যুটা
হয়েছে বুমেরেং
ওটাও ব্যাপারনা
দাদা আছি সাথে
সৈন্য সামন্ত যা লাগে
আসবে রথে রথে
ঠিক আছে দাদা
আজ তাহলে রাখি
আশীর্বাদ করো
যদি জিন্দা থাকি
যুগ যুগ জিইয়ে
করলাম আশীর্বাদ
তোর উচিলায় বাংলাদেশ
হয়ে যাক বরবাদ
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে যত ভাদা আছে
যা লইয়া
রেন্ডিয়ার পেটে ঢুকছি ভাই
মন্তব্য করতে লগইন করুন