তুমি আমার তন্বী তন্বী তন্বী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৩:১৮ দুপুর



কে বলেছে কার পেছনে দিচ্ছি আমি ঘূর্ণী

শাহানা আক্তার বলবেনা তা সেটা আমি জানি

বলতে পারে আর কেউ নয় রুবিনা কিংবা মুন্নি

বিশ্বাস কর তুমি ছাড়া কাউকে ভাবতে চাইনি।

Rose

শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি

চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।

Rose

হয়তো আমার নাইযে ভীষণ অঢেল টাকা কড়ি

তাইতো আমায় ছেড়ে গেল ফাতেমা আক্তার পরী

বিপাশাও সেই যে গেল আসি বলে ফিরে আসেনি

সেই থেকে তুমি ছাড়া কাউকে তো আর ভাবিনি।

Rose

শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি

চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।

Rose

আমার কেবল তোমার কথা ভাবতে ইচ্ছে করে

আমায় পেতে টুম্পা সেদিন চাইল যেতে মরে

তবুও আমি তোমায় ছাড়া অন্য কিছু ভাবিনি

হয়তো তুমি বুঝবে আমায় তাইতো আশা ছাড়িনি।

Rose

শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি

চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160742
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
জোবাইর চৌধুরী লিখেছেন : অনেক গুলো নাম।
ডাল মে কুছ কালা হ্যায়।
হা হা হা।
ভালো লেগেছে কবি।
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
115237
বাকপ্রবাস লিখেছেন : ডালমে শুধু দেখলেন কালো
এদিকে আমার হৃদয়টার যে কি হল!
খালি ঘোরে চরকার মতো ঘূর্ণী
সে যে আমার তন্বী তন্বী তন্বী
160745
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
115238
বাকপ্রবাস লিখেছেন : থেংকু
160751
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
আওণ রাহ'বার লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Talk to the hand Hot Hot Hot I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
115239
বাকপ্রবাস লিখেছেন : ঘটনা হইল গিয়া গতকাল ফেবুতে একটা মেসেজ পেলাম, একজনরে লাইক করে, আইজকা অফার করব, আমাকে বলল একটা কবিতা লিখে দিতে, কন্যার নাম তন্বী, ঘটনা আজব হলেও সত্য Tongue Tongue
160770
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
সিটিজি৪বিডি লিখেছেন : একজনের কয়জন প্রেমিকা থাকে? হাহাহা
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
115240
বাকপ্রবাস লিখেছেন : জটিলেশ্বর এর একটা গান আছে
"বল শাধু জন বল, ভালবাসা চুরি করে, সাধু সেজে থাকনো কে?
না বলে আর পরের হৃদয়, হৃদয়েতে রাখেনা কে?
বল সাধুজন বল
160778
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
দ্য স্লেভ লিখেছেন : হুমম কাওকে বঞ্চিত করেনি....সবার সাথেই ছিল...
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
115242
বাকপ্রবাস লিখেছেন : অনরুধে লিখা লিখা হল তাই
তন্বীর পরিচয় আমার জানা নাই
160783
০৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
সিটিজি৪বিডি লিখেছেন : শোন মেয়ে তম্বী
ভুল করছ তুমি
কেন করছি সতর্কবাণী
কবির আছে লক্ষী রাণী
কবির প্রেমে পড়না
করবে সে ছলনা।
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
115244
বাকপ্রবাস লিখেছেন : গভীর ষড়যন্ত্র
প্রেমের গতি চলতে থাকবে
হবেনা তা বন্ধ
160823
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : ঘরমে পূজা, বাহারমে দূজা, উধারমে সরোজা৷
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
115245
বাকপ্রবাস লিখেছেন : আজা আজা
পুজা, দুজা সরোজা
ঘরমে আজা
160829
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
মাজহার১৩ লিখেছেন : লঘু নির্যাতন নিয়ে কোন কবিতা হবে না।
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
115246
বাকপ্রবাস লিখেছেন : গুরু নির্যাতন করল আবার কেঠা?
161227
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৩
বৃত্তের বাইরে লিখেছেন : উমামা লিখেছে: Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone

দেখ আবার

ফাস করনা আম্মু দিবে বকে
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩০
115550
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File