তুমি আমার তন্বী তন্বী তন্বী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৩:১৮ দুপুর
কে বলেছে কার পেছনে দিচ্ছি আমি ঘূর্ণী
শাহানা আক্তার বলবেনা তা সেটা আমি জানি
বলতে পারে আর কেউ নয় রুবিনা কিংবা মুন্নি
বিশ্বাস কর তুমি ছাড়া কাউকে ভাবতে চাইনি।
শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি
চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।
হয়তো আমার নাইযে ভীষণ অঢেল টাকা কড়ি
তাইতো আমায় ছেড়ে গেল ফাতেমা আক্তার পরী
বিপাশাও সেই যে গেল আসি বলে ফিরে আসেনি
সেই থেকে তুমি ছাড়া কাউকে তো আর ভাবিনি।
শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি
চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।
আমার কেবল তোমার কথা ভাবতে ইচ্ছে করে
আমায় পেতে টুম্পা সেদিন চাইল যেতে মরে
তবুও আমি তোমায় ছাড়া অন্য কিছু ভাবিনি
হয়তো তুমি বুঝবে আমায় তাইতো আশা ছাড়িনি।
শোন আকাশ, শোন বাতাস, নিংড়ে হৃদয় খানি
চিড়ে তুমি দেখতে পার কেবল তন্বী তন্বী তন্বী।।
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডাল মে কুছ কালা হ্যায়।
হা হা হা।
ভালো লেগেছে কবি।
এদিকে আমার হৃদয়টার যে কি হল!
খালি ঘোরে চরকার মতো ঘূর্ণী
সে যে আমার তন্বী তন্বী তন্বী
"বল শাধু জন বল, ভালবাসা চুরি করে, সাধু সেজে থাকনো কে?
না বলে আর পরের হৃদয়, হৃদয়েতে রাখেনা কে?
বল সাধুজন বল
তন্বীর পরিচয় আমার জানা নাই
ভুল করছ তুমি
কেন করছি সতর্কবাণী
কবির আছে লক্ষী রাণী
কবির প্রেমে পড়না
করবে সে ছলনা।
প্রেমের গতি চলতে থাকবে
হবেনা তা বন্ধ
পুজা, দুজা সরোজা
ঘরমে আজা
দেখ আবার
ফাস করনা আম্মু দিবে বকে
মন্তব্য করতে লগইন করুন