এসো পড়া শিখি -৩
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৯:১২ সকাল
S for Sea, T for Tea
U for মাথার উপর থাকে কোনটি
U for Umbrella, রোদ-বৃষ্টি বাদলা
সংগে যদি থাকে নেই ঝামেলা।
V for Vote, W for wood
X for পার যদি, বলব ভেরী গুড
X for X-ray, কিসের এতো ভয়?
রোগের কারন জানতে, না করালে নয়।
Y for yellow, Z for Zoo
শেষ থেকেই হোক আবার শুরু
Z for Zebra, Y for কি?
Y for তুমি বল দেখি পার নাকি।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবশ্য আপনার কলমে[থুক্কু- কীবোর্ডে] যা দেয় সবই দারুণ, শুধু গন্ধে-বর্ণে-স্বাদে তফাত
আল্লাহতায়ালা আপনাদের সবকিছুই কল্যানকর বরকতময় করুন
মন্তব্য করতে লগইন করুন