ভালো থেকো বাংলাদেশ টাটা গুড বাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:০৫ বিকাল



হাসিনা :

ধৈর্য যখন ধরে আছেন আরো একটু ধরুণ

পাঁচটা বছর এদিক সেদিক দৌড়ের উপর থাকুন

খালেদা:

ধৈর্যের কিন্তু সীমা আছে সেটা জেনে রাখুন

ঢের হয়েছে হাংকি পাংকি এবার একটু নামুন

হাসিনা:

বললেই কি আর যায় কি ছাড়া এমন গদির মায়া

সহজে আর ছাড়ছিনা যে থাকতে একটি পায়া

খালেদা:

তাই হোক নিলাম কেড়ে গদির সব ঠেং

দেখব এবার কেমন করে কারে মারো লেং!

হাসিনা:

গদি আমার উভয়চর ঠেং যদি যায় চলে

পানিতেও ভাসতে পারে নৌকার মতো হেলে

খালেদা:

দিলাম তবে চিত করে সাতার জানো নাকি?

তবে তুমি ডুবেই মরো কার তাতে কি!

হাসিনা:

মরবো যখন সাথে মরি চলো দুজন মিলে

দেশটা তবু ভাল থাক আমরা চলে গেলে

খালেদা:

তাই হোক তাই হোক চল আমরা যাই

ভালো থেকো বাংলাদেশ টাটা গুড বাই

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159989
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
114516
বাকপ্রবাস লিখেছেন : মাল্টি পেলাস ধন্যবাদ
159993
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
114518
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
159994
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জব্বর জব্বর হৈছে
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
114519
বাকপ্রবাস লিখেছেন : জব্বর ধন্যবাদ
160024
০৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
জোছনার আলো লিখেছেন : ছোট্ট বোনটাকে এভাবে ভুলে যাবেন ভাবতেই পারি না। Sad Sad Sad Sad Sad


০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
114481
বাকপ্রবাস লিখেছেন : আহারে আপুটা যে কোথায় গেল!!!!
এতদিন পর কোথা হতে এল!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File