হাসতে হাসতে স্পট ডেথ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৪, ০১:২০:২৭ দুপুর
শোনরে ইনু শোনরে কথা কাজের সময় যাস কোথায়?
তোরে ছাড়া কেমন জানি করে আমার পরানটায়।
এত কেন জালাস আমায় বলতো আমায় একটু করে
কোথায় লুকাস কোথায় খুঁজি, খুঁজে কোথাও পাচ্ছিনারে।
আয়না কাছে পাশে বসে বলব কথা মন খুলে
দু'জনে আজ হারিয়ে যাব জাত মান আর কুল ভুলে।
দোহায় লাগে আর পারিনা মন যে আমার উড়ু উড়ু
বলুক লোকে বলুক যত নিন্দা করুক আড় বুড়ু।
দুষ্ট ইনু মিষ্টি করে বলনা কথা কানে কানে
বলনারে তুই একটু করে মন কেন মোর তোর পানে।
কেন আমি দিনে রাতে কেবল ভাবি ইনু ইনু
তোকে ছাড়া ব্যার্থ জনম আয়না কাছে আয় জানু।
বিষয়: বিবিধ
১৬৫১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ রহম করুন।
ট্রাইবুনালে টানতে পারে৷
এ সব কথা বলতে মানা,
খুলতে মানা পুঁথী খানা৷
মানি লোকের গোপন কথা,
ফাঁস হইলে পাবে ব্যাথা৷
চাই শুধু প্রণয় গাথা
মন্তব্য করতে লগইন করুন